• রাধিকা যতেক মিনতি করয়ে
    রাধিকা যতেক মিনতি করয়ে কিছুই না মানে হরি। যে ছিল বাসনা মনের কামনা নিজ মনোরথ ভরি।। শুন বিনোদিনি রাই। তোমা হেন ধন অমূল্য রতন বহুত যতনে পাই।।ধ্রু।। যমুনার কূলে কদম্বের তলে পূরিল মনের সাধা। দেখি সখীগণ কহিছে বচন এ কেমন দেখি রাধা।। যমুনা-হিলন বহিছে পবন কেন বা হালিছে অঙ্গ। নিমানন্দে বোলে গিয়াছিল জলে না বুঝি […] keyboard_arrow_right
  • রাধিকা রূপসী লইয়া তুলসী
    রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মরম কথা। কাননে গমন করহ এমন নাগরশেখর যথা।। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে নাগর কান। চতুর নিকটে কহিবে কপটে রাখিবে আপন মান।। তুলসী উলসি মনেতে হরষি চলিলা রাইয়ের বোলে। তাম্বূল কর্পূর লৈয়া ফুলহার মিলিলা সরসীকূলে।। দেখিয়া তুলসী নাগর উলসি যতনে বসাই কাছে। আপন আকুলি কহিয়া সকলি রাইয়ের গমন পুছে।। এ […] keyboard_arrow_right
  • রাধিকা সুন্দরী ভরিয়া গাগরী
    রাধিকা সুন্দরী ভরিয়া গাগরী তীরেতে উঠিল যবে। নন্দের নন্দন করিয়া যতন বসন ধরল তবে।। ছাড় হে নাগর-রাজ। কেহ যদি দেখে হইবে বিপাকে তোমার নাহিক লাজ।।ধ্রু।। করি যোড়-কর কহিছে উত্তর বড়ই লাগিছে ভয়। পথের মাঝারে এ কোন বেভারে এ তোর উচিত নয়।। ঘরে মোর বাদী শাশুড়ী ননদী মিছা কথা কত তোলে। তোমার চরিত অতি বিপরীত নিমানন্দ […] keyboard_arrow_right
  • রাধিকাচকোরী হাসি শ্যাম সনে মিলে আসি
    রাধিকাচকোরী হাসি শ্যাম সনে মিলে আসি পিয়ে সুধা হরষিত মনে। দূরে দুহুঁ দোহাঁ দেখি পালটিতে নারে আঁখি হানিল কুসুমশর বাণে।। অবশ হইল গা চলিতে না চলে পা পুলকে পূরল দুহুঁ তনু। সুবল সময় জানি হাতসানি বোধি ধনী লইয়া চলিলা তবে কানু।। খড়িকে রাখিয়া গাই রাম কৃষ্ণ ঘরে যাই প্রণমিলা জননী চরণে। যশোদা চুম্বন করে দেখিতে […] keyboard_arrow_right
  • রাধিকামুখারবিন্দ মন্দ মন্দ হাস হোয়
    রাধিকামুখারবিন্দ মন্দ মন্দ হাস হোয়। ঝলকে দশন রসনা রসন কুন্দ কোরকবর বিধুগণ নিন্দি মোতি জোতি ঝরত রচত মধুর ভাষ হোয়।। কুঞ্জ ভঙনে শ্যাম গোরি আলিস যুত নয়ন জোড়ি বালিস পর ঢরত গিরত উমত ঝুমত রঙ্গ হোয়। ভোরহিঁ বর রস বিথার মানস ভয় চয় বিকার প্রেমক গতি আরতি অতি চঞ্চল অলসাঙ্গ হোয়।। মন্দ পবন বহত ধীর […] keyboard_arrow_right
  • রাধিকায় পিরিতি জানে না
    রাধিকায় পিরিতি জানে না । ভাইরে সুবল কি করি বল প্রাণী আমার বাঁচে না।। যখন ছিলাম বৃন্দাবনে প্রেম খেলিতাম রাধার সনে রে। পিরিতি করিয়া গোপনে দিল কত যন্ত্রণা।। সে বিনে বাচে প্রাণী কোথা পাই বল রাধারাণীরে। প্রেমাগুনে জ্বলে প্রাণী সহিতে আর পারি না।। ভাই রে সুবল প্রাণের সখা প্রাণ থাকতে রাই আনিয়া দেখা রে। মথুরাতে […] keyboard_arrow_right
  • রাধিকার মান বুঝিয়া নাগর
    রাধিকার মান বুঝিয়া নাগর কপট করিয়া কান্দে। পরিচয় দিই শুন বিনোদিনী বিষাদ করো না রাধে।। কহি সত্য বাণী শুন বিনোদিনী বনে গেলাম নিশিশেষে। বলাই দাদার সনে করি মধুপানে আসিতে লাগিল দিশে।। কোন দিগে যাই কোন দিগে চাই সত্য কহি বিনোদিনী। চন্দ্রাবলীর বাসে আসিয়া আছিনু কিছুই নাহিক জানি।। একাসনে ছিনু কিছু না জানিনু মধু মদালসে আন্ধা। […] keyboard_arrow_right
  • রাধে দেখ এক মূরতি মোহন
    রাধে দেখ এক মূরতি মোহন। অনেক যতন করি লিখিয়া অ্যানাছি গো একমনে কর দরশন।। কানড় কুসুম জিনি দলিত অঞ্জন গো নব জলধর জিনি ছটা । কটিতে কিঙ্কিণি পীতম্বর পহিরণ গো ভালে শোভে চন্দনের ফোটা।। চাঁচর চিকুর চূড়ে শিখিপুচ্ছ উড়ে গো গলে দোলে বনফুলের মালা। বিম্বাধরে বংশী কত তানে গায় গো চরণে নূপুর করে আলা।। আর […] keyboard_arrow_right
  • রাধে জয় রাজপুত্রি
    রাধে জয় রাজপুত্রি মম জীবনদয়িতে যাও যাও বঁধু যত বড় তুমি জানা গেল তুয়া চরিতে।। কিঞ্চিদপি কস্মিন্নপ- রাধং নহি করোমি। সঙ্কেত করি আনঘরে যাহ নিশি জাগিয়ে আমি।। মানং মরি মুঞ্চ প্রিয়ে। বচনং শৃণু ধীরে। শুনিবার কিবা কাজ চিহ্ন দেখা যায় সব শরীরে।। গতরাত্রৌ যদভুন্মম দুঃখং শৃণু সরলে। বধিরা হাম কিয়ে শুনায়সি তাহে শুনায়বি বিরলে।। উচিতোনহি […] keyboard_arrow_right
  • রাধে দেখ এক মূরতি মোহন
    রাধে দেখ এক মূরতি মোহন। অনেক যতন করি লিখিয়া এনেছি গো এক মনে কর দরশন।। কানড়া-কুসুম জিনি দলিত অঞ্জন গো নব জলধর জিনি ছটা। কটিতে কিঙ্কিণী পীতাম্বর পরিধান গো ভালে শোভে চন্দনের ফোঁটা।। চাঁচর চিকুর চূড়ে শিখিপুচ্ছ উড়ে গো গলে দোলে বিনোদ বনমালা। বিম্বাধরে বংশী লয়ে কত তান গায় গো চরণে নূপুর করে আলা।। আর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ