• রসপরসঙ্গ শুনই সুখ পাব
    রসপরসঙ্গ শুনই সুখ পাব। রসবতীসঙ্গ ছোড়ি নাহি যাব।। আধ আধ চাহি যাই পদ আধা। রসপরসঙ্গ শুনই বহু সাধা।। কি কহব মাধব বুঝই না পারি। কিয়ে ধনী বালা কিয়ে বরনারী।।ধ্রু।। হামরা দুয়জনে পথে একু মেলি। সো আন জন সঞে করু আন খেলি।। যব কিছু পুছিয়ে উতর নাহি পাব। অধরক পাশ হাস পশি যাব।। ঐছন রমণী দৈব […] keyboard_arrow_right
  • রসবতি যাই রসিকবর ঠাম
    রসবতি যাই রসিকবর ঠাম। শ্যামতনুমুকুরে হেরই অনুপাম।। নিজ প্রতিবম্ব শ্যাম অঙ্গে হেরি। রোখি কহত ধনি আনন ফেরি। নাগর এত কিয়ে চঞ্চল ভেলি। হামারি সমুখে করু আন সঞে কেলি।। এত কহি রাই করল তহিঁ মান। আন ঠামে চললি উপেখিয়া কান।। সহচরিগণ তব কতয়ে বুঝায়। উদ্ধব দাস মিনতি করু পায়।। keyboard_arrow_right
  • রসবতি রসিকশিরোমণি পাশে
    রসবতি রসিকশিরোমণি পাশে। মনোরথসিধি বিধি পূরল আশে।। চন্দ্রবয়নি ধনি কানু চকোর।। নববারিদে জনু চাতক ভোর।। নাগরচিত মাগে রয়নিবিলাস। অনুমতি অন্তর ধনি মৃদু হাস।। লীলা লাবণি আনন্দদান। রসিকশিরোমণি অমিয়া সিনান।। দুহুঁ বিদগধ সুখ কো করু ওর। প্রেমঅবশ দুহুঁ আপহিঁ ভোর।। দুহুঁ রসে ভূলল দুহুঁ করু কোর। রায় বসন্ত তহিঁ জয় জয় বোল।। keyboard_arrow_right
  • রসবতি সরস পরশ মুখবঙ্কে
    রসবতি সরস পরশ মুখবঙ্কে। কি করব চন্দন ইন্দুঘন পঙ্কে।। শীতল কর-কিশলয় যাঁহা আগি। কী ফল তাহা তরু কিশলয় ভাগি।। শুন শুন রমণিশিরোমণি রাধে। তো বিনু কাহ্নুক সব ভেল বাধে।। পদুমিনী কোরে যো তাপ না তেজ। কি ফল তাঁহি কমলদল সেজ।। বিধুমুখী চুম্বনে যাহে না সোহাই। কি করব তাহা বিধুকিরণ বিগাই।। এতদিনে দূরে গেল সব দুখ […] keyboard_arrow_right
  • রসবতী সঙ্গে জাগি রসরঙ্গে
    রসবতী সঙ্গে জাগি রসরঙ্গে। অরুণিম রঙ্গে নয়ন বিভঙ্গে।। মদন তরঙ্গে তরলিত অঙ্গে। বসন বিভঙ্গে পহিরলি রঙ্গে।। আয়ল নিশঙ্কে শুতল পালঙ্কে কেহু নাহি সন্ধে রাধে অনুবন্ধ।। মদন বিভঙ্গে যুবতি কলাঙ্কে। কিয়ে ভেল শোভা শেখর লোভা।। keyboard_arrow_right
  • রসমই রাসে করই অভিসার
    রসমই রাসে করই অভিসার। সহচরি রঙ্গিণি সঙ্গহি আবৃত রূপ যৌবন উপহার।। কোই রঙ্গিণি কর করপঙ্কজ ধর স্মিত অবলোকন নয়নে। যৈছে কমল পরি মধুমাতল অলি শোহিনি মৃগমদ চিবুকক সদনে।। গন্ধচতুঃসম তনু অনুলেপন শ্যাম মিলব সুখ হিয়া রে। সহচরি কেলিকলারস রঙ্গিত রঙ্গরঙ্গিলে রঙ্গবিহারে।। কেহু রঙ্গিণি করচালনি শোহনি অতি চিত্রিত গতি চরণে। রসভরে রসপরসঙ্গ কহই কেহু রসবতি আরতি […] keyboard_arrow_right
  • রসিক চিনিয়া প্রেম করতে হয়
    রসিক চিনিয়া প্রেম করতে হয়, এগো অরসিকে প্রাণ দিলে আয়ু থাকতে মরতে হয়। বন্ধুরে রসিক জানি হইয়াছিলাম উদাদিনী, এগো প্রেমানলে জ্বলে হিয়া মরণের আর বাকী নয়। নিষ্ঠুর বন্ধের প্রেমানলে সদায় মোর অঙ্গ জ্বলে, এগো আশায় আশায় দিন গেল রজনী প্রভাত হয়। কিবা নর কিবা নারী যতই আছ প্রেমভিখারী, এগো নিষ্ঠুর প্রেমে না মজিবায় না করিয়া […] keyboard_arrow_right
  • রসিক নাগর চতুর শেখর
    রসিক নাগর চতুর শেখর করিতে রসের রঙ্গ। মনমথ যেন কুঞ্জর ছুটল রমণী মোহিতে সঙ্গ।। ধৈরজ না মানে আন নাহি শুনে মত্ত চিত্ত ভেল তায়। নাগরী সকল দেখিয়া বিকল কটাক্ষ লহরে চায়।। ঈষৎ হাসিয়া নাগর রসিয়া করিতে রমণ-কেলি। যেমন কবিবর করিণী দেখিয়া ধৈরজ নাহিক মানে। মত্ত মৃগ যেন মৃগিনী দেখিয়া ছুটিয়া বুলয়ে বনে।। তৈছন লুবধ মাধব […] keyboard_arrow_right
  • রসিক নাগর চতুর-শেখর
    রসিক নাগর চতুর-শেখর করিতে রসের রঙ্গ। মনমথ যেন কুঞ্জর ছুটল রমণী মোহিতে সঙ্গ।। ধৈরজ না মানে আন নাহি শুনে মত্তচিত ভেল তায়। নাগরী সকল দেখিয়া বিকল কটাক্ষ লহরে চায়।। ঈষৎ হাসিয়া নাগর রসিয়া করিতে রমণ-কেলি। যেমন কুসুম দেখিয়া সুষম লোভিত হইয়া অলি।। যেন করিবর করিণী দেখিয়া ধৈরজ নাহিক মানে। মত্ত মৃগ যেন মৃগিনী দেখিয়া ছুটিয়া […] keyboard_arrow_right
  • রসিক নাগর বলে শুন বিনোদিনি
    রসিক নাগর বলে শুন বিনোদিনি। তোমারে শিখাব বাঁশী আমি ভালে জানি।। রাধা কহে কুটিল ছাড়িতে যদি পার। তবে গুণ শিখাইবে শুন বংশীধর।। কানু বলে কুটিল সে জানিল কেমনে। ধর বাঁশী কহে হাসি শিখাই যতনে।। রাই কহে বিনোদ নাগর রসময়। ভালমতে শিখাইতে আমার মনে হয়।। করেতে মুরলী দিলা হাসিয়া হাসিয়া। মনের হরিষে বাঁশী শিখাই বসিয়া।। কানু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ