রসিক নাগর বলে শুন বিনোদিনি।
তোমারে শিখাব বাঁশী আমি ভালে জানি।।
রাধা কহে কুটিল ছাড়িতে যদি পার।
তবে গুণ শিখাইবে শুন বংশীধর।।
কানু বলে কুটিল সে জানিল কেমনে।
ধর বাঁশী কহে হাসি শিখাই যতনে।।
রাই কহে বিনোদ নাগর রসময়।
ভালমতে শিখাইতে আমার মনে হয়।।
করেতে মুরলী দিলা হাসিয়া হাসিয়া।
মনের হরিষে বাঁশী শিখাই বসিয়া।।
কানু কহে শুন ধনি আমার বচন।
ত্রিভঙ্গ হইয়া থাক পদ অরোহণ।।
চরণে চরণ বেড় দাণ্ডাহ ভঙ্গিমে।
অঙ্গুলি ঘুরাহ রাধা বলে ঘনশ্যামে।।
কহে চণ্ডীদাসে বড় অপরূপ বাণী।
চূড়া বাঁধি মুরলী শিখয়ে বিনোদিনী।।