রসমই রাসে করই অভিসার।
সহচরি রঙ্গিণি সঙ্গহি আবৃত
রূপ যৌবন উপহার।।
কোই রঙ্গিণি কর করপঙ্কজ ধর
স্মিত অবলোকন নয়নে।
যৈছে কমল পরি মধুমাতল অলি
শোহিনি মৃগমদ চিবুকক সদনে।।
গন্ধচতুঃসম তনু অনুলেপন
শ্যাম মিলব সুখ হিয়া রে।
সহচরি কেলিকলারস রঙ্গিত
রঙ্গরঙ্গিলে রঙ্গবিহারে।।
কেহু রঙ্গিণি করচালনি শোহনি
অতি চিত্রিত গতি চরণে।
রসভরে রসপরসঙ্গ কহই কেহু
রসবতি আরতি করণে।।
রসিক রমণিবর পরাগপুঞ্জ ঝর
কোমল বঙ্কিম বচনে।
তঁহি পর সুভগ অতুল অতি রাতুল
চরণাম্বুজ মৃদু গমনে।।
রূপ মোহিনি বনি রমণিশিরোমণি
আপহি মোহনবীজ।
রায় বসন্ত কহ ঐছনে রসমই
মীলত রসময় রীঝ।।