• সখিক বচনে ধনি হিয়া আনন্দিত
    সখিক বচনে ধনি হিয়া আনন্দিত পিয়ামীলন অভিলাষে। নয়ন বয়ন পুন সরস বিলোকন সহচরি পরম উল্লাসে।। কেহ কঙ্কতি করে কেশ বেশ করু কবরী মালতি মালে। ধরি করে দরপণ বদন বিলোকই বিমল করত সিঁথি ভালে।। সুন্দর সিন্দূর তাহে বনায়ই অঞ্জন অঞ্জই নয়ানে। মৃগমদ চন্দনতিলক নবকুঙ্কুম পত্রাবলি নিরমাণে।। কেহো তহিঁ সোঁপল রতল সিঁথিপর সো ছবি উপমা কি আনে। […] keyboard_arrow_right
  • সপ্তদ্বীপ দীপ্ত করি শোভে নবদ্বীপপুরী
    সপ্তদ্বীপ দীপ্ত করি শোভে নবদ্বীপপুরী যাহে বিশ্বম্ভর দেবরাজ। তাহে তার ভক্ত যত তাহাতে শ্রীবাস খ্যাত শ্রীকৃষ্ণকীর্ত্তন যার কাজ।। জয় জয় ঠাকুর পণ্ডিত। যার কৃপালেশ মাত্র হয় গৌর প্রেমপাত্র অনুপম সকল চরিত।। গৌরাঙ্গের সেবা বিনে দেবাদেবী নাহি জানে চারি ভাই দাসদাসী লৈয়া। সদত কীর্ত্তনরঙ্গে গৌর গৌর-ভক্ত সঙ্গে অহর্নিশি প্রেমে মত্ত হৈয়া।। যার ভার্য্যা শ্রীমালিনী পতিব্রতাশিরোমণি যারে […] keyboard_arrow_right
  • হরি-অভিসার কাজে
    হরি-অভিসার কাজে। উলটা সকল সাজে।। মাথে মুকুতার মালা। হিয়াতে হেম-মেখলা।। চরণে কঙ্কণ পরি। তুরিতে চলিলা গোরি।। নূপুর পাণির মূলে। অঞ্জন রঞ্জন ভালে।। সিন্দূর অরুণ আঁখি। চিবুকে চন্দন মাখি।। হেন বিপরীত বেশে। মিলল শ্যামের পাশে।। শশিশেখর পহুঁ। হেরি হাসে লহু লহু।। keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ