সুন সুন সুন্দর কহ্নাঈ। তোহে সোঁপল ধনি রাঈ।। কমলিনি কোমল কলেবর। তুহু সে ভূখল মধুকর।। সহজ করবি মধুপান। ভূলহ জনু পঁচবান।। পরবোধি পয়োধর পরসিহ। কুঞ্জর জনি সরোরুহ।। গনইত মোতিম হারা। ছলে পরসবি কুচভারা।। ন বুঝএ রতিসর-রঙ্গ। খন অনুমতি খন ভঙ্গ।। সিরিস-কুসুম জিনি তনু।। থোরি সহব ফুল-ধনু।। বিদ্যাপতি কবি গাব। দূতিক মিনতি তুএ পাব।।
keyboard_arrow_right