• সৌরভ লোভে ভমর ভমি আএল
    সৌরভ লোভে ভমর ভমি আএল পুরুব পেম বিসবাসে। বহুত কুসুম মধু পান পিআসল জাএত তুঅ উপাসে।। মালতি করিঅ হৃদয় পরগাসে। কত দিন ভমরে পরাভব পাওব ভল নহি অধিক উদাসে।। কওনক অভিমত কে নহি রাখএ জীবও জগ দএ হেরি। কী করব তেঁ ধন অরু জীবনে জে নহি বিলসএ বেরি।। সবহি কুসুম মধুপান ভমর কর সুকবি বিদ্যাপতি […] keyboard_arrow_right
  • সৌরভ-সেবিত পুষ্প-বিনির্মিত-
    সৌরভ-সেবিত পুষ্প-বিনির্মিত- নির্মিত-বন-মালা-পরিমণ্ডিত। মন্দতর-স্মিত- কান্তি-করম্বিত বদনাম্বুজ নব-বিভ্রম-পণ্ডিত।। জয় জয় মরকত-কন্দল-সুন্দর। বর-চামীকর- পীতাম্বর-ধর বৃন্দাবন-জন-বৃন্দ-পুরন্দর।।ধ্রু।। নব-গুঞ্জাফল- রাজিভিরুজ্জ্বল কেকি-শিখণ্ডক-শেখর-মঞ্জুল। গুণ-বর্গাতুল- গোপ-বধূ-কুল- চিত্ত-শিলীমুখ-পুষ্পিত-বঞ্জুল।। কল-মুরলী-ক্বণ- পূর-বিচক্ষণ পশুপালাধিপ-হৃদয়ানন্দন। গিরিশ-সনাতন- সনক-সনন্দন- নারদ-কমলাসন-কৃত-বন্দন।। keyboard_arrow_right
  • স্তোককৃষ্ণ গোপালজীউ শ্যামলবরণ
    স্তোককৃষ্ণ গোপালজীউ শ্যামলবরণ। হরিত বরণ তার পিন্ধন বসন।। দ্বিরদশাবক গতি বিক্রমে বিশাল। গীমদোলনে দোলে গলে বনমাল।। কৃষ্ণক্রীড়া আমোদেতে তনু উলসিত। অবিরত মুরলী মধুর গায় গীত।। নানা আভরণ অঙ্গে করে ঝলমল। অঙ্গে দোলে বনফুল শ্রবণে কুণ্ডল।। keyboard_arrow_right
  • স্থির মান ভাই আপন চিত্ত
    * * * * “স্থির মান ভাই আপন চিত্ত।। তাহারে মিলাব তোমার সঙ্গ। তবে মোর নাম ….. রঙ্গ।।” একথা শুনিতে হরষ কানু। পুলক হইল সকল তনু।। “তাহারে হেরিতে ভৈগেলুঁ ভোর। সুখের অবধি নাহিক ওর।। তৈখনে পড়িল অঙ্গের ধড়া। বিথার হইল মাথার চূড়া। নূপুর পড়িল ধরণীতলে। এসব বচন কহিল তোরে।।” চণ্ডীদাস বলে চরণতলে। সুবল ইহার জানিল […] keyboard_arrow_right
  • স্নান করি শ্রীগৌরাঙ্গ বসিলেন দিব্যাসনে
    স্নান করি শ্রীগৌরাঙ্গ বসিলেন দিব্যাসনে ডাইনে বামে নিতাই গদাই। অদ্বৈত সম্মুখে বসি অন্নাদি পারশ করে শ্রীবাস যোগায় ধাই ধাই।। আহা মরি মরি কিবা অভিষেকানন্দ। নিতাই গদাই সহ ভোজনে বসিলা গোরা আনন্দে নেহারে ভক্তবৃন্দ।।ধ্রু।। ভোজন সমাপি গোরা করিলেন আচমন অদ্বৈত তাম্বূল দিলা মুখে। নরহরি পাশে থাকি তিনরূপ নিরখিছে চামর ঢুলায় অঙ্গে সুখে।। সচন্দন তুলসী পত্র গোরার […] keyboard_arrow_right
  • স্ফুরদিন্দীবর-নিন্দি-কলেবর
    স্ফুরদিন্দীবর- নিন্দি-কলেবর রাধা-কুচ-কুঙ্কুম-ভর-পিঞ্জর। সুন্দর-চন্দ্রক- চূড়-মনোহর চন্দ্রাবলি-মানস-শুক-পঞ্জর।। জয় জয় জয় গুঞ্জাবলি মণ্ডিত। প্রণয়-বিশৃঙ্খল- গোপী-মণ্ডল- বর-বিম্বাধর-খণ্ডন-পণ্ডিত।।ধ্রু।। মৃগ-বনিতানন- তৃণ-বিস্রংসন- কর্ম-ধুরন্ধর-মুরলী-কূজিত। স্বারসিক-স্মিত- সূষমোন্মাদিত- সিদ্ধ-সতী-নয়নাঞ্চল পূজিত।। তাম্বূলোল্লস- দানন-সারস জাম্বূনদ-রুচি-বিস্ফুরদম্বর। হর কমলাসন- সনক-সনাতন ধৃতি-বিধ্বংসন-লীলা-ডম্বর।। keyboard_arrow_right
  • স্বজনি, ও ধনী কে কহ বটে
    স্বজনি, ও ধনী কে কহ বটে। গোরচনা গোরী নবীনা কিশোরী নাহিতে দেখিনু ঘাটে।। শুন হে পরান সুবল সাঙ্গাতি কো ধনী মাজিছে গা। যমুনার তীরে বসি তার নীরে পায়ের উপরে পা।। অঙ্গের বসন করেছে আসন এলায়ে দিয়াছে বেণী। উচ কুচ মূলে হেম কার দোলে সুমেরুশিখর জিনি।। সিনিয়া উঠিতে নিতম্ব তটীতে পড়েছে চিকুর রাশি। কাঁদিয়ে আঁধার কলঙ্ক […] keyboard_arrow_right
  • স্বজনি, কি হেরিনু যমুনার কূলে
    স্বজনি, কি হেরিনু যমুনার কূলে। ব্রজকুলনন্দন হরিল আমার মন ত্রিভঙ্গ দাঁড়ায়ে তরু-মূলে।। গোকুল নগরমাঝে আর যে রমণী আছে তাহে কেন না পড়িল বাধা। নিরমল কুল খানি যতনে রেখেছি আমি বাঁশী কেন বলে রাধা রাধা।। মল্লিকা চম্পকদামে চূড়ার টালনি বামে তাহে শোভে ময়ূরের পাখে। আশে পাশে চলে ধেয়ে সুন্দর সৌরভ নিয়ে অলি উড়ি পড়ে লাখে লাখে।। […] keyboard_arrow_right
  • স্বজনি, কি হেরিনু যমুনার কূলে
    স্বজনি, কি হেরিনু যমুনার কূলে । ব্রজকুলনন্দন হরিল আমার মন ত্রিভঙ্গ দাঁড়ায়ে তরুমূলে।। গোকুলনগর মাঝে আর যে রমণী আছে তাহে কেন না পড়িল বাধা। নিরমল কুলখানি যতনে রেখেছি আমি বাঁশী কেন বলে রাধা রাধা।। মল্লিকাচম্পকদামে চূড়ায়ে টালনি বামে তাহে শোভে ময়ূরের পাখে। আশে পাশে চলে ধেয়ে সুন্দর সৌরভ নিয়ে অলি উড়ে পড়ে লাখে লাখে।। সে […] keyboard_arrow_right
  • স্বপনে কালিয়া নয়নে কালিয়া
    “স্বপনে কালিয়া নয়নে কালিয়া চেতনে কালিয়া মোর। শুইতে কালিয়া বসিতে কালিয়া কালিয়া-কলঙ্ক কোর।। ভোজনে কালিয়া গমনে কালিয়া কালিয়া কালিয়া বলি। কালা হাইবাসে কালিয়া মূরতি ভূষণ করিয়া পরি।। গগনে চাহিতে কালিয়া বরণ দেখিয়ে মেঘের রূপ। তবে সে জুড়ায়ে এ পাপ পরাণ উঠয়ে রসের কূপ।। নীলঘন শ্যাম যে দিখে সম্মুখে তাহাই দেখিয়া রই। * * * * […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ