• নিজ নামামৃতে হয়ে মত্ত অনুক্ষণ
    নিজ নামামৃতে হয়ে মত্ত অনুক্ষণ। পিয়ায় সভারে নাম বিশেষে হীন জন।। অতি অরুণিত আঁখি আধ আধ বোলে। কান্দে উচ্চনাদে যারে তারে করে কোলে।। অপরূপ গৌরাঙ্গ বিলাস। খেণে বলে মুঞি পহুঁ খেণে বলে দাস।।ধ্রু।। খেণে মত্ত সিংহগতি খেণে ভাব স্তম্ভ। খেণে ধরু ধরণী পাইয়া অঙ্গসঙ্গ।। খেণে মালশাট মারে অট্ট অট্ট হাসে। খেণেকে রোদন খেণে গদগদ ভাষে।। […] keyboard_arrow_right
  • নিজ নিজ মন্দিরে করল পয়ান
    নিজ নিজ মন্দিরে করল পয়ান। শয়ন কয়ল পূন কোই না জান।। অকপট প্রেমক বন্ধ। দুরজন সকল নয়ন করু অন্ধ।। প্রাতর উচিত করণ করু রাই। তেজল পিত বাস অঙ্গ লাগাই।। সুগন্ধি তৈল লাগাই করু স্নান। যশোমতি-মন্দির করল পয়ান।। রন্ধন করি পুন ভোজন করাই। সহচরি সঙ্গে তহিঁ অবশেষ পাই।। গোঠ-বিজয় দরশনে ধনি গেল। রাধামোহন সঙ্গে করি নেল।। keyboard_arrow_right
  • নিশি অবশেষে কোকিল ঘন কুহরই
    নিশি অবশেষে কোকিল ঘন কুহরই জাগল রসবতি রাই। বানরি-নাদে চমকি উঠি বৈঠল তুরিতহি শ্যাম জাগাই।। শুন বর নাগর কান। তুরিতহি বেশ বনাহ বিচিত্র করি যামিনি ভেল অবসান।। শারী শুক পিকু কপোত কুহরত মউর মউরি করু নাদ। নগরক লোক জাগি সব বৈঠব তবহি পড়ব পরমাদ।। গুরুজন পরিজন ননদিনি দুরজন তুহুঁ কি না জান ইহ রীত। গোবিন্দদাস […] keyboard_arrow_right
  • নিশি অবশেষে কোকিল ঘন কুহরত
    নিশি অবশেষে কোকিল ঘন কুহরত জাগল রসবতি রাই। বানরি নাদে চমকি উঠি বৈঠল তুরিতঁহি শ্যাম জাগাই।। শুন বরনাগর কান। তুরিতহি বেশ বনাহ যতন করি যামিনি ভেল অবসান।।ধ্রু।। শারী শুক পিকু কপোত কুহরত মউর মউরি করু নাদ। নাগরক লোক জাগি যব বৈঠব তবহি পড়ব পরমাদ।। গুরুজন পরিজন ননদিনি দুরজন তুহুঁ কি না জানসি রীত। গোবিন্দদাসিয়া কহ […] keyboard_arrow_right
  • নিশি অবশেষে জাগি বরজেশ্বরি
    নিশি অবশেষে জাগি বরজেশ্বরি হেরই বালকমুখ চান্দে। কতহুঁ উল্লাস কহই না পারিয়ে উথলই হিয়া নাহি বান্ধে।। আনন্দ কো করু ওর। শুনি ধনি নন্দ গোপেশ্বর আয়ল শিশুমুখ হেরিয়া বিভোর।।ধ্রু।। চলতহিঁ খলত উঠত খেনে গীরত কহি সব গোকুল লোকে। আয়ল বন্দিগণ ব্রাহ্মণ সজ্জন করতহিঁ জাত বৈদিকে।। দধি ঘৃত নবনি হরিদ্রা হৈয়ঙ্গব ঢালত অঙ্গন মাঝে। কহ শিবরাম দাস […] keyboard_arrow_right
  • নিশি অবসানে বৃন্দাবন জাগল
    নিশি অবসানে বৃন্দাবন জাগল সকল সখীগণ মেল। নিভৃত নিকুঞ্জদ্বার করি মোচন মন্দির মাহা চলি গেল।। রতন পালঙ্কে শূতি রহু দুহুঁ জন অতিশয় আলসে ভোর। ঘনদামিনি কিয়ে মরকত কাঞ্চন ঐছন দুহুঁ দুহুঁকোর।। বিগলিত বেণি চারু শিখিচন্দ্রক টূটল মণিময় হার। পহিরণ বসন আধ ভেল বিচলিত চন্দন আভরণভার।। অতিসুখ ভঙ্গভয়ে সব সখিগণ বিহিক দেই বহু গারি। ইহ সুখরজনি […] keyboard_arrow_right
  • নিশি অবসানে সব দাসীগণে
    নিশি অবসানে সব দাসীগণে সত্বরে করয়ে কাজ। বেশের মন্দির মাজল সুন্দর রাখল বেশের সাজ।। কিনা সে দাসীর রীত। জানিয়া মরম করয়ে করম যাহাতে আপন জীত।। দশনমাজনী রসনাশোধনী থুইল থালীর পরি। কর্পূর সহিত গন্ধচুরিত যতন করিয়া ধরি।। নির্ম্মল সলিল সুগন্ধি শীতল পূরিয়া গাগরী ঝারি। মুখ পাখালিতে সিনান করিতে বেদির উপরে ধরি।। গামছা কাচিয়া নিজল করিয়া রাখল […] keyboard_arrow_right
  • নিশি শেষে ছিনু ঘুমের ঘোরে
    নিশি শেষে ছিনু ঘুমের ঘোরে। গৌর নাগর পরিরম্ভিল মোরে।। গণ্ডে কয়ল সোই চুম্বন দান। কয়ল অধরে অধররস পান।। ভাঙ্গল নিদ নাগর চলি গেল। অচেতনে ছিনু চেতনা ভেল।। লাজে তেয়াগিনু শয়নগেহ। বাসু কহে তুয়া কপট লেহ।। keyboard_arrow_right
  • নিশিপরভাতে বসি আঙ্গিনাতে বিরস বদনখানি
    নিশিপরভাতে বসি আঙ্গিনাতে বিরস বদনখানি। গৌরাঙ্গচাঁদের হেন ব্যবহার এমতি কভু না জানি।। সই এমতি করিল কে। গোরা গুণনিধি বিধির অবিধি তাহারে পাইল সে।।ধ্রু।। কস্তুরি চন্দন করি বরিষণ গাঁথিয়া ফুলের মালা। বিচিত্র পালঙ্কে শেজ বিছাইনু শুইবে শচীর বালা।। হে দে গো সজনি সকল রজনী জাগিয়া পোহালুঁ বসি। তিলে তিনবার দণ্ডে শতবার মন্দির বাহিরে আসি।। বাসু ঘোষ […] keyboard_arrow_right
  • নীলোৎপল মুখ-মণ্ডল
    নীলোৎপল মুখ-মণ্ডল ঝামর কাহে ভেল। মদন জ্বরে তনু তাতল জাগরে নিশি গেল।। সিন্দূরহি পরিমণ্ডিত চৌরস কাহে ভাল। গোবর্দ্ধনে গৌরিক সেবি সিন্দূর তথি লেল।। নখ-বিক্ষত বক্ষসি তুয়া দেয়ল কোন নারি। কন্টকে তনু ক্ষত বিক্ষত তোহে ঢুঁড়ইতে গোরি।। নীলাম্বর কাহে পহিরলি পীতাম্বর ছোড়ি। অগ্রজ সঞে পরিবর্ত্তিত নন্দালয়ে ভোরি।। অঞ্জন কাহে গণ্ড-স্থলে খণ্ডনে কাহে অধরে। উত্তর-প্রতি- উত্তর দিতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ