• রহিতে না পারি আর ঘরে
    রহিতে না পারি আর ঘরে । চল যাব বৃন্দাবনে শ্যাম-চাঁদ দরশনে প্রাণ মোর কেমন কেমন করে।।ধ্রু।। আয় গো তুরিত হৈয়া বেশ দে মোর বানাইয়া চল যাব শ্যাম ভেটিবারে। কবরী-কুসুম আনি বান্ধ গো বিনোদ বেণী মালতীর মালা থরে থরে।। কুঙ্কুম চন্দন ঘসি সাজা গো বদন-শশী মোহিত করিব নট-বরে। শুনিয়া ললিতা কহে এমন উচিত নহে গুরুতে গঞ্জন […] keyboard_arrow_right
  • রাই কানু নিকুঞ্জ-মন্দিরে
    রাই কানু নিকুঞ্জ-মন্দিরে। বসিয়াছে বেদীর উপরে।। হেমমণি-খচিত তাহাতে । বিবিধ কুসুম চারি ভিতে।। সখীগণ চৌদিগে বেড়িয়া। বসিয়াছে দুহুঁ মুখ চাঞা।। কুণ্ডের পুরুবে সেই কুঞ্জ। যাহা বেঢ়ি মধুকর গুঞ্জ।। মলয়-পবন বহে তায়। তরুপয় শারী শুক গায়।। রাই কানু সে শোভা দেখয়ে। এ যদুনন্দন নিরখয়ে।। keyboard_arrow_right
  • রাই প্রবোধি চললি বর-সহচরি
    রাই প্রবোধি চললি বর-সহচরি মীললি কানুক পাশ। সো যদি না বুঝই মান করল তোহে তুহুঁ কাহে ছোড়লি আশ।। শুন শুন সুন্দর শ্যাম। ইহ সব রীতে দুখ বহু পায়লি তুহুঁ না গণলি পরিণাম।।ধ্রু।। দুহুঁ করে দুহুঁ-জন আনি মোরা সোঁপব নিভৃত-নিকুঞ্জক মাঝ। সভে মিলি পরণাম করি ঘরে যায়ব সুখে করবি দুহুঁ রাজ।। সখি-মুখে শুনইতে অতিশয় কাতর ছোড়ল […] keyboard_arrow_right
  • রাইক দশা শুনি কান
    রাইক দশা শুনি কান। মুরছিত হরল গেয়ান।। দোতি করল নিজ কোর। লোচনে ঝরঝর লোর।। বহুখণে চেতন ভেল। কহে মঝু রাই কাহাঁ গেল।। পুন কিয়ে পায়ব পরাণ। কহ সখি তুহুঁ কিয়ে জান।। শুনি কহে চেতনা-বাণি। যদুনন্দন অনুমানি।। keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণতনুমন উৎকণ্ঠাতে নিমগন
    রাধাকৃষ্ণতনুমন উৎকণ্ঠাতে নিমগন নানা যত্নে মিলন দোহাঁর। অন্যোন্য দরশনে বিবিধ বিকার গণে অঙ্গে পরে ভাব অলংকার।। বাম্য হর্ষ চপলতা নানা নর্ম্ম সুখকথা অঙ্গভঙ্গী ভ্রুনেত্র চালন। বংশী হৃতি ফাগু খেলা তবে কৈল দোলালীলা তবে মধুপান লীলাগণ।। তবে হৈল রতিলীলা তার পাছে অম্বুলীলা অঙ্গ বেশ ভোজন শয়ন। শুকপাঠ পাশা খেলা সূর্য্যপূজা আদি লীলা আনন্দসমুদ্রে নিমগন।। রাধাকৃষ্ণ সখী […] keyboard_arrow_right
  • রাধাবদনবিলোকনবিকসিতবিবিধবিকারবিভঙ্গম্
    রাধাবদনবিলোকনবিকসিতবিবিধবিকারবিভঙ্গম্। জলনিধিমিব বিধুমণ্ডলদর্শনতরলিততুঙ্গতরঙ্গম্।। হরিমেকরসং চিরমভিলষিতবিলাসম্। সা দদর্শ গুরুহর্ষবশংবদবদনমনঙ্গবিকাশম্।।ধ্রু।। হারমমলতরতারমুরসি দধতং পরিলম্ব্য বিদূরম্। স্ফুটতরফেনকদম্বকরম্বিতমিব যমুনাজলপূরম্।। শ্যামলমৃদুলকলেবরমণ্ডলমধিগতগৌরদুকূলম্। নীলনলিনমিব পীতপরাগপটলভরবলয়িতমূলম্‌।। তরলদগৃঞ্চলবলনমনোহরবদনজনিতরতিরাগম্। স্ফুটকমলোদরখেলিতখঞ্জনযুগমিব শরদি তড়াগম্।। বদনকমলপরিশীলনমিলিতমিহিরসমকুণ্ডলশোভম্। স্মিতরুচিরুচিরসমুল্লসিতাধরপল্লবকৃতরতিলোভম্।। শশিকিরণচ্ছুরিতোদরজলধরসুন্দরসকুসুমকেশম্। তিমিরোদিত বিধুমণ্ডলনির্ম্মলমলয়জতিলকনিবেশম্।। বিপুলপুলকভরদন্তুরিতং রতিকেলিকলাভিরধীরম্। মণিগণকিরণসমূহসমুজ্জ্বলভূষণসুভগশরীরম্। শ্রীজয়দেবভণিতবিভবদ্বিগুণীকৃতভূষণভারম্। প্রণমত হৃদি বিনিধায় হরিং সুচিরং সুকৃতোদয়সারম্।। keyboard_arrow_right
  • রাধামাধব শয়নহি বৈঠল
    রাধামাধব শয়নহি বৈঠল আলসে অবশ শরীর। তবহি বনেশ্বরি বহুত যতন করি আনল শারি শুক কীর।। হেরি দোহেঁ ভেল আনন্দ। রাইক ইঙ্গিতে বৃন্দা পঢ়াওত বহু গীত পদ্য সুছন্দ।। কানুক রুপ গুণ শুক কর বর্ণন প্রেমে প্রফুল্লিত-পাখ। শারি পড়ত যত রাই-গুণামৃত কানুক বুঝিয়া কটাখ।। ঐছন দুহুঁ জন ইঙ্গিতে দুহুঁ পুন পাঠ করত অনুপাম। সো বচনামৃত শ্রবণহি শুনব […] keyboard_arrow_right
  • রূপে রহল আঁখি লাগি
    রূপে রহল আঁখি লাগি। হিয়ায় ভরল প্রেমআগি।। শ্রবণ হরিয়া নিল বংশী। মন মনমথঅহি দংশী।। শ্যাম দুআঁখর মন্তর। জপে কাঁপে বহু অন্তর।। তোহে নিবেদঙ শুন সজনি। রাই জারল শ্যাম আগুনি।। না কহিতে কহে বদন। ধনি সুবদনী কহে লোচন।। keyboard_arrow_right
  • রূপে গুণে যৌবনে গুণবতী নারি
    রূপে গুণে যৌবনে গুণবতী নারি। কাঞ্চনকাঁতি বরণ ভেল কারি।। বুঝয়ি না পারিয়ে বয়নক বোল। কন্ঠগতাগতি জীবনহিলোল।। এ হরি এ হরি জগ ভরি লাজ। তোহে না সমুঝিয়ে ঐছন কাজ।।ধ্রু।। কেহু কেহু রাইক কোরে অগোর। কেহু জল দেই কেহু চামর ডোর।। কত পরবোধব মরম না জানি। লিখন লিখয়ে যৈছে পানিক পাণি।। আর কত কত ধনি অবিরত রোই। […] keyboard_arrow_right
  • লাখবাণ হেম জিতি অপরূপ গোরা-জুতি
    লাখবাণ হেম জিতি অপরূপ গোরা-জুতি দীশই পাণ্ডুর কাঁতি। অভিনব প্রেম- তপন-তপত তনু নব অনুরাগিণি ভাঁতি।। ইহ দুখ বড়ই হামারি। ও সুখময় তনু মদন-মথন জনু তাহে এত কো সহু পারি।। কোই জন মুখ ভরি যব কহ হরি হরি তব বহ শ্বাসতরঙ্গ। সজল কমল-দল পরশে ভসম-তুল দেখি মঝু কাঁপই অঙ্গ।। ঐছন ভাঁতি ভকতগণ তছু গুণ অহনিশি করত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ