জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য সর্ব্বাশ্রয়। জয় শ্রীস্বরূপ দামোদর প্রেমময়।। জয় শ্রীল সনাতন কৃপালু হৃদয়। জয় শ্রীল রূপ রস-সম্পদ-নিলয়।। জয় শ্রীগোপাল ভট্ট করুণা-সাগর। জয় রঘুনাথ যুগ কৃপা-পূর্ণান্তর।। জয় জীব গোসাঞি দয়া কর মোরে। দন্তে তৃণ ধরি কহে এ দীন পামারে।। প্রতিজ্ঞা আছয়ে এই মোর কলি-কালে। উদ্ধার করিবে মহাপাতকী সকলে।। বিচার করহ যদি মোর অপরাধ। এ রাধামোহনের তবে […]
keyboard_arrow_right