• ভাবের আবেশে কহে গৌরাঙ্গ রায়
    ভাবের আবেশে কহে গৌরাঙ্গ রায়। কৃষ্ণ গেল গোচারণে কান্দে উভরায়।। পুন কহে প্রাণনাথ ধবলীর সনে। সখাগণ লঞে নাথ গেলা সে বিপিনে।। ক্ষণে কৃষ্ণ কৃষ্ণ বলি করয়ে রোদন। ক্ষণে বৃন্দাবনের পথ করে নিরীক্ষণ।। গোরা মুখ হেরে কান্দে সহচরগণ। না বুঝল বলরাম বৃথাই জীবন।। keyboard_arrow_right
  • মনোহর কেশ বেশ মনোহর
    মনোহর কেশ বেশ মনোহর মনোহর মালতিমাল। মনোহর মণি- কুণ্ডল ঝলমল মনোহর তিলক রসাল।। দেখি সখি বায়ে মোহন রায়। মনোহর অধরে মনোহর মুরলী মনোহর তান বোলায়।।ধ্রু।। মনোহর সকলহি অঙ্গ মনোহর মনোহর চন্দন সাজ। মনোহর কটিতট মনোহর পিতপট মনোহর রসনা বাজ।। মনোহর চলনী মনোহর বোলনী মনোহর নূপুর পায়। মনোহর পহুঁ বর সবহি মনোহর কহ কবিশেখর রায়।। keyboard_arrow_right
  • মনোহর বেশ বনাওল সখিগণ
    মনোহর বেশ বনাওল সখিগণ বৈঠল সব একু ঠাম। পাশক কেলি রচল পুন তৈখনে পণ করই নিজ কাম।। সজনী কানুক বড় বিপরীত। যো ইথে হারব দখিণ গণ্ড নিজ দেয়ব দংশন নীত।। পহিলহিঁ কানু জীতি করু ঐছন কামিনি তহিঁ ভেল ভোর। খেলন পুন কর বলি রাই বিরচিল পাশক জোরহি জোর।। দু চারি দশ করি সুন্দরি ডারল নিজ […] keyboard_arrow_right
  • মাধব ধৈরজ না কর গমনে
    মাধব ধৈরজ না কর গমনে। তোহারি বিরহে ধনী অন্তর জর জর মানস মীলন শমনে।।ধ্রু।। ধূলিধূসর ধনী ধৈরজ না রহ ধরণী শুতল ভরমে। মুকত কবরী ভার হার তেয়াগল তাপিত তিসিত পরাণে।। বিগলিত অম্বর সম্বর নহে ধনী সুর সরিৎ স্রবে নয়নে। কমলক কমলজ কমলহি ঝাঁপল সোই নয়নবর বয়নে।। মা বোলই ধনী ধরণিতলে মুরছলি প্রাণ পরবোধ না মানে। […] keyboard_arrow_right
  • মাধব তুহুঁ যব নিকরুণ ভেল
    মাধব তুহুঁ যব নিকরুণ ভেল। মিছ অবধি দিন গণি কত রাখব ব্রজবধূ জীবন শেল।। কেহ যমুনাজল কেহ ধরণীতল কেহ কেহ লুঠই কুঞ্জ। এতদিনে বিরহ মরণ-পথ পেখলুঁ তাহে তিরবিধ পুঞ্জ।। থোর সরোবরে তপত জন আকুল আকুল সফরী-পরাণ। জীবন মরণ মরণ ধরু জীবন গোবিন্দদাস ভালে জান।। keyboard_arrow_right
  • মাধব, ধৈরজ না কর গমনে
    মাধব, ধৈরজ না কর গমনে। তোহারি বিরহে ধনী অন্তর জর জর মানস মীলন শমনে।। ধূলি-ধূসর ধনী ধৈরজ না রহ ধরণী শুতল ভরমে। মূকত করবী ভার হার তেয়াগল তাপিত তিসিত পরাণে।। বিগলিত অম্বর সম্বর নহে ধনী সুর-সুতা স্রবে নয়নে। কমলজ কমলেই কমলজ ঝাঁপল সোই নয়ন-বর বয়নে।। মা বোলই ধনী ধরণী-তলে মুরছলি প্রাণ প্রবোধ না মানে। কহই […] keyboard_arrow_right
  • যমুনা নিকট যথা বংশীবট
    যমুনা নিকট যথা বংশীবট অতি সে সুন্দর থল। নানা পক্ষিগণ তরুগণ তাতে ধরে নানা ফুল ফল।। নানা পুষ্প ফুটে পরিমল উঠে কেতকি চামেলি কুন্দ। নাগেশ্বর আদি নানা সে কুসুম চাঁপা পারুলির গন্ধ।। গুলাল দুলাল ঝাঁটি গজকুন্দ কিংশুক আমলা কত। কদম্ব দোসারি শোভা অতি বড় লাখে লাখে ফুল যত।। হংস হংসিনী চক্রবাক অতি চকোর চকোরী ডাকে […] keyboard_arrow_right
  • যাঁহা দরশনে তনু পুলকহি ভরই
    যাঁহা দরশনে তনু পুলকহি ভরই। যাঁহা কর করষণে টুটিত বলই।। যাঁহা পরিরম্ভণে অম্বর খলই। যাঁহা ঘন চুম্বনে বদন না টলই।। এ সখি মানিয়ে হরি সঞে মেলি। যব হোয়ে ঐছন মনোভাব-কেলি।। যাঁহা কিঙ্কিণি মণি-কঙ্কণ বোলই। যাঁহা নখ-বিলিখনে দুহুঁ তনু দলই।। যাঁহা মণি-নূপুর তরলিত কলই। যাঁহা ঘন চন্দন শ্রমজলে গলই।। যাঁহা নাহি ঐছন রস নিরবহই। তাঁহা পরিবাদ […] keyboard_arrow_right
  • যুবতি নিকর মাহ যাকর বাস
    যুবতি নিকর মাহ যাকর বাস। অনুখন নব নব যছু অভিলাষ।। ঐছন জন তুয়া পরশক লাগি। বিপিনে গোঙায়ল যামিনী জাগি।।ধ্রু।। তবহুঁ প্রাতে নিজ পৌরুষ ছোড়ি। তোহারি সমীপে করহিঁ কর জোড়ি।। আয়ল যব নব নাগর কান। তৈখনে ভেল তোহে দারুণ মান।। অনুনয়-বচন না শুনবি জানি। চরণে পশারল সো নিজ পাণি।। লোচন ওরে তবহুঁ নাহি হেরি। বৈঠলি তহিঁ […] keyboard_arrow_right
  • রতনমন্দিরে দুহুঁ নাগর নাগরি
    রতনমন্দিরে দুহুঁ নাগর নাগরি বৈঠল সখিক সমাজ। নাগর-ইঙ্গিত করণে বৃন্দা সখি তুরতিহি বুঝল কাজ।। যোই নিন্দয়ে সিধূ সুবাসিত বর মধু তবহিঁ আনি আগে দেল। আপে ভোজন করি সকলে ভুঞ্জায়ল যতনহি কৌতুক কেল।। কো কহুঁ প্রেম-তরঙ্গ। সহজই প্রেম মধুর মধুরাধিক তাহে পুন মধুপান-রঙ্গ।। ঢুলি ঢুলি পড়ত খলত অবলাগণ ঘু-ঘুমে ব-বাধ না পারি।। এত কহি নিজ নিজ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ