• ধাতা কাতা বিধাতার বিধানে দিয়ে ছাই
    ধাতা কাতা বিধাতার বিধানে দিয়ে ছাই। জনম হৈতে একা কৈলে দোসর দিলে নাই।। না দিল রসিক মূঢ় পুরুষের সনে। এমতি আছিল মোর এ পাপ বিধানে।। যার লাগি প্রাণ কাঁদে তার নাহি দেখা। এ পাপ করমে মোর এমতি লেখা জৌখা।। ঘর দুয়ারে আগুন দিয়া যাব বঁধুর পাশে। আরতি পীরিতি তবে কহে চণ্ডীদাসে।। keyboard_arrow_right
  • নটবর নব কিশোর রায়
    নটবর নব কিশোর রায় রহিয়া রহিয়া যায় গো। ঠমকি ঠমকি চলত রঙ্গে ধূলি ধূসর শ্যাম-অঙ্গে হৈ হৈ হৈ ঘনয়ে বোলত মধুর মুরলী বায় গো।। নীল কমল বদন চান্দ ভাঙর ভঙ্গিম মদন ফান্দ কুটিল অলকা তিলক ভাল কলিত ললিত তায় গো। চূড়ে বরিহা গোকুলচন্দ কিবা পবন বায় মন্দ মন্দ মধুকর মন হয়ে বিভোর নিরখি নিরখি ধায় […] keyboard_arrow_right
  • নাগর টেরে টেরে হেরই রাই বয়ান
    নাগর টেরে টেরে হেরই রাই বয়ান।। ধ্রু।। যূথে যূথে গোপী লইয়া যশোদা-নন্দন। রাসক্রীড়া বৃন্দাবনে কৈলা আরম্ভন।। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। মধ্যে মধ্যে যশোদা-নন্দন বনমালী।। যোগমায়া আশ্রয় করিয়া নটবর। দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর।। গোপিকার কাঁধে বাহু হেলি কুতূহলে। আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে।। যূথে যূথে রমণী বিহরে বনমালী। রাসরস মহোৎসবে গোপীর […] keyboard_arrow_right
  • নিকুঞ্জ শোভিত কি রস-কেলি
    নিকুঞ্জ শোভিত কি রস-কেলি এ মণিমণ্ডপ করিয়া মেলি রতন-মণ্ডিত পরেশ দোল স্তম্ভ সুচারু গড়ল ভাল রতন-মন্দিরে শোভিতে। ঝঝর ঝলকে এ চারু পাশ মুকুতা দুসারি গাঁথনি সারি গন্ধ মল্লিকা যাতি সুবাস কুঞ্জ-কুটীরে চৌদিকে ভাল সুগন্ধে আমোদ মোহিতে।। চৌদিকে ভ্রমরা ভ্রমরী গান চকোর চকোরী গাওত তান হংস হংসীকর জোড়েতে ফিরত নিকুঞ্জ-মাঝে মাঝে ঘুরি মণ্ডলগণ সারিতে।। ময়ূরা ময়ূরী […] keyboard_arrow_right
  • নিকুঞ্জ-শোভিত কি রস-কেলি
    নিকুঞ্জ-শোভিত কি রস-কেলি এ মণিমণ্ডপ করিয়া মেলি রতন-মণ্ডিত পরেশ দোল স্তম্ভ সুচারু গঢ়ল ভাল রতন মন্দিরে শোভিতে। ঝঝর ঝলকে এ চারু পাশ মুকুতা দুসারি গাঁথনি সার গন্ধ মল্লিকা যাতি সুবাস কুঞ্জ-কুটীরে চৌদিকে ভাল সুগন্ধে আমোদে মোহিতে। চৌদিকে ভ্রমরা ভ্রমরী গান চকোর চকোরী পাওত তান হংস হংসী কর জোড়েতে ফিরত নিকুঞ্জ মাঝে মাঝে ঘুরি। মণ্ডলগণ সারিতে। […] keyboard_arrow_right
  • নীরজ নয়নী লেয়ল বীণ
    নীরজ নয়নী লেয়ল বীণ সকল গুণক অতি প্রবীণ মধুর মধুর বাওত তাল মদনমোহন মোহিনী। ঝঙ্কৃত ঝন ঝনল ঝঙ্ক চলত অঙ্গুলি লোল তরঙ্গ কুটিল নয়নে করত চঙ্ক অঙ্গভঙ্গি শোহিনী।। ললিতা ললিত ধরত তাল মোহিত মদনমোহন লাল কহতহিঁ অতি ভালি ভাল রাধিকা গুণ-শালিনী। তরুণীগণ একহ ভেলি সকল যন্ত্র করল মেলি মুরলি খুরলি দেওত কান গমকি রাগ মালিনী।। […] keyboard_arrow_right
  • ফুটল ফুল মাধবী যাতি
    ফুটল ফুল মাধবী যাতি পারল কিংশুক ধাবক ভাতি কেতকী কুন্দ কদম্ব পাঁতি ধরণী লম্বিত রসাল ফুল বরণ কুসুম-কাননে।। কেয়া আমলকী পলাশ ফুল ফুটল মল্লিকা দুসারি কুল করবী গুলাল সৌরভ পূর গন্ধে আমোদ কাননকুঞ্জ মধুকরকয় শোভনে।। বাঘনখি আর কুবল আদি ফুটল ফুল সব সমাধি চণ্ডীদাস গুণ গাওত সাধি অপরূপ রূপ কাননে।। গাওত কতেক তান মান হেরি […] keyboard_arrow_right
  • ফুটল ফুল মাধবী যাতি
    ফুটল ফুল মাধবী যাতি পারুল কিংশুক ধাবক ভাতি কেতকী কুন্দ কদম্ব পাঁতি ধরণী-লম্বিত রসাল ফুল বরণ কুসুম-কাননে। কেয়া আমলকী পলাস ফুল ফুটল মল্লিকা দুসারি কুল করবী গুলাল সৌরভ-পূর গন্ধে আমোদ কাননকুঞ্জ মধুকর-কর শোভনে।। বাঘনখি আর কুবল আদি ফুটল ফুল সব সমাধি চণ্ডীদাস গুণ গাওত সাধি অপরূপ রূপ কাননে। গাওত কতেক তান মান হেরি মূরতি রসের […] keyboard_arrow_right
  • বিধির বিধানে হাম আনল ভেজাই
    বিধির বিধানে হাম আনল ভেজাই। যদি সে পরাণ বঁধু তার লাগি পাই।। গুরু দুরজন যত বঁধুরে দ্বেষ করে। সন্ধ্যাকালে সন্ধ্যামুনি তার বুকে পড়ে।। আপন দোষ না দেখিয়া পরের দোষ গায়। কাল সাপিনী যেন তার বুকে খায়।। আমার বঁধুকে যে করিতে চাহে পর। দিবস দুপরে যেন পুড়ে তার ঘর।। এতেক যুবতী আছে গোকুল নগরে। কে না […] keyboard_arrow_right
  • মুরলী শিখিবে রাধে গাও দেখি শুনি
    মুরলী শিখিবে রাধে গাও দেখি শুনি। নানা রাগ আলাপনে মিশায়ে রাগিণী।। হাসি হাসি বিনোদিনী বাঁশী নিলা করে। প্রণাম করিয়া শ্যামে বাজায় অধরে।। শ্যাম নটবর তাহে নাগরী মিশালে। সুখময় শ্যামরায় বলে ভালে ভালে।। মায়ূর মঙ্গল আর গায়ত পাহিড়া। সুহই ধানশী আর দীপক সিন্ধুড়া।। রাগরাগিনী শুনি মোহিত নাগর। শুনিয়া দিলেন তারে হার মনোহর।। জ্ঞানদাসে কহে রাই এখনি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ