• সই কি আর বলিব মায়
    “সই কি আর বলিব মায়। তিল দয়া নাহি তাহার শরীরে একথা কহিব কায়।। মায়ের পরাণ এমনি ধরণ ! তার দয়া নাহি চিতে। এমন নবীন কুসুম-বরণ বনে নহে পাঠাইতে। কেমনে ধাইব ধেনু ফিরাইব এহেন নবীন তনু । অতি খরতর বিষম উত্তাপ প্রখর গগন-ভানু।। বিপিনে বেকত ফণী শত শত কুশের অঙ্কুশ তায়। সে রাঙ্গ চরণে ছেদিয়া ভেদিব […] keyboard_arrow_right
  • সুবলে কহেন কমল-লোচন
    সুবলে কহেন কমল-লোচন কহ কহ এক বোল। মধুপুর দূর যাইতে বলহ তেজি মায়া মোহ কোর।। সুবলের কাঁধে কর আরোপিয়া আলিঙ্গন রস আশে। বল বল ভাই মধু পানে চাই ঘুচাহ শোচনা ক্লেশে।। তোমার হিয়াতে সদয় হৃদয়ে তিলেক নহিয়ে ছাড়া। হাসির সম্মুখে বিদায় করহ তোহে মোহ প্রেম বাঢ়া।। আর এক কথা শুন হয়ে বেথা শুনহ সুবল ভাই। […] keyboard_arrow_right
  • সুবলে কহেন–কমল-লোচন
    সুবলে কহেন– “কমল-লোচন, কহ কহ এক বোল। মধুপুর দূর যাইতে বলহ তেজি মায়ামোহ -কোর।।” সুবলের কাঁধে কর আরোপিয়া আবিঙ্গন -রস আশে। “বল বল, ভাই, মুখপানে চাই ঘুচাহ শোচনা-ক্লেশে।। তোমার হিয়াতে সদয় হৃদয়ে তিলেক নহিয়ে ছাড়া। হাসিরস-মুখে বিদায় করহ তোহে মোহ-প্রেম বাঢ়া।। আর এক কথা শুন, হয় বেথা, শুনহ সুবল ভাই। নবীন কিশোরী ও বর-কামিনী বরজ-রমণী […] keyboard_arrow_right
  • সে হেন রসিক ফেলে রবি তথা
    সে হেন রসিক ফেলে রবি তথা মলিন শ্রীমুখ-চাঁদ। যেন সেই বিধু তাহে নাহি মধু কেবল বিষের ফাঁদ।। বিষের কাছেতে অমিয়া ঢলকে কেবল গরল সারা। যে দেখি তোমার চরিত আবার বিষম বিপাক ধারা।। হেন লয় মন শুনহ বচন এই সে বাসিয়ে ভাল। সে হেন নাগর তোমার হুতাশে বিরহে হয়েছে ঢল।। শীতল পঙ্কজ- দল বিছাইয়া শয়ন করিতে […] keyboard_arrow_right
  • হাসিয়া নাগর চতুর শেখর
    হাসিয়া নাগর চতুর শেখর রাধারে কিছুই বলে।– “কহিল সকল তোমার গোচর বাঁশীর বচন-ছলে।। কখন কখন বাজয়ে কেমন কখন মধুর সম। কখন কখন গরল সমান গাইতে হইয়ে ভ্রম।। কোন অভিলাষে বাজয়ে কেমন না জানি ইহার রীত। মধুর মধুর বাজয়ে সুস্বর কত আনন্দের গীত।। বাঁশী পরবশ নহে নিজ বশ কখন হয়নি ভাল। বাঁশীর চরিত বুঝিতে না পারি […] keyboard_arrow_right
  • হাসিয়া নাগর চতুর-শেখর
    হাসিয়া নাগর চতুর-শেখর রাধারে কিছুই বলে। কহিল সকল তোমার গোচর বাঁশীর বচন ছলে।। কখন কখন বাজয়ে কেমন কখন মধুর সম। কখন কখন গরল সমান গাইতে হইয়ে ভ্রম।। কোন অভিলাষে বাজয়ে কেমন না জানি ইহার রীত। মধুর মধুর বাজয়ে সুস্বর কত আনন্দের গীত।। বাঁশী পরবশ নহে নিজ বশ কখন হয়নি ভাল। বাঁশীর চরিত বুঝিতে না পারি […] keyboard_arrow_right
  • হেদে হে মুরলীধর
    হেদে হে মুরলীধর। না বাস আপন পর।। হাসিয়া কহে না এক বোল। যে ছিল মনের সিদ্ধি (?) তাহাই পূরালে বিধি মুরলী শিখিল রাম ভূর।। (?) আর এক শুন কান আকুল রমণী-প্রাণ আপনি বাজাহ নিজ বাঁশী। শুনি গোপ সুনাগরী শুনিতে আনন্দ বড়ি ঘুষে যেন হেন নিশি দিশি।। মধুর মধুর ধ্বনি গাও দেখি গুণমণি নিজ মুখে শুনিতে […] keyboard_arrow_right
  • হেদে হে মুরলীধর না বাস আপন পর
    “হেদে হে মুরলীধর না বাস আপন পর হাসিয়া কহ না এক বোল। যে ছিল মনের সিদ্ধি (?) তাহাই পূরালে বিধি মুরলী শিখিল রামভূর।। (?) আর এক শুন কান আকুল রমণী-প্রাণ আপনি বাজাহ নিজ বাঁশী। শুনি গোপ সুনাগরী শুনিতে আনন্দ বড়ি ঘুষে যেন হেন নিশি দিশি।। মধুর মধুর ধ্বনি গাও দেখি গুণমণি নিজ মুখে শুনিতে মধুর […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ