• অপরূপ দিনহি কুঞ্জ-মণি-মণ্ডপে
    অপরূপ দিনহি কুঞ্জ-মণি-মণ্ডপে শিতল পবন বহ মন্দ। দ্বিজ-কুল-নাদ সুবাদন যৈজন মনমথ–যন্ত্রক ছন্দ।। জয় রাধামাধব মেলি। দুহুঁক প্রেম-লব কো করু অনুভব যবহুঁ সুরত-রস-কেলি।।ধ্রু।। তহিঁ পুন অতিশয় নাগরি আগরি অতয়ে সে নিমিলিত আঁখি। আনন্দ-সিন্ধু-নিবেশহি মোহিত দেয়ই প্রতিঅঙ্গ সাখি।। তহিঁ অতি সুশিতল আনন্দ-নিরঝর পুলক ভরল সব অঙ্গ। চীত-পুতলি জনু কাঁপয়ে ঘন ঘন অদভূত পুন সর-ভঙ্গ।। অনধিন দেহ-দণ্ড পরি […] keyboard_arrow_right
  • অপরূপ নিতাইচাঁদের অভিষেকে
    অপরূপ নিতাইচাঁদের অভিষেকে। বামে গদাধর দাস মনে বড় সুখোল্লাস প্রিয় পারিষদগণ দেখে।। শত ঘট জল ভরি পঞ্চগব্য আদি করি নিতাইচাঁদের শিরে ঢালে। চৌদিগে রমণীগণ জজকার ঘন ঘন আর সভে হরি হরি বোলে।। বামপাশে গৌরীদাস হেরই দক্ষিণ পাশ আবেশে নাচয়ে উদ্ধারণ। বাসু আদি তিন ভাই আনন্দ মঙ্গল গাই ধনঞ্জয় মৃদঙ্গ বায়ন।। ঘন হরি হরি বোল গগনে […] keyboard_arrow_right
  • অপরূপ পেখলুঁ কানন ওর
    অপরূপ পেখলুঁ কানন ওর। কনকলতায় ধয়ল কিয়ে জোর।। চল চল মাধব করহ পয়ান। দেওল ফল বিহি তোহারি মনমান।। অজানুক রূখ ফলদ্বয় ভেল। কেহো কহে দাড়িম্ব কেহো কহে বেল।। কেহো কহে মাকন্দ ফলল অকাল। কেহো কহে পাকল মনমথ তাল।। গোপাল দাস কহে তহু রসে ভোর। জানলুঁ ফল নহে কনক কটোর।। keyboard_arrow_right
  • অপরূপ ভোজন রঙ্গ
    অপরূপ ভোজন রঙ্গ। ক্ষির সর ছেনা নবনি ঘৃত মোদক খাওত সহচর সঙ্গ।। দাম শ্রীদাম সুবল মধুমঙ্গল অংশুমান অর্জ্জুন নাম। কিংকিণি ভদ্র- সেন বল উজ্জ্বল তোককৃষ্ণ বসুদাম।। কবলিত আধ আধ পুন রাখত অতিশয় সুমধুর জানি। ধর ধর লেহ লেহ বলি বালক বদনে যোগাওত আনি।। শ্যামর অধরে দেই পুন সহচর অধরামৃত করু পান। শ্যামর সঙ্গ রঙ্গরস কৌতুক […] keyboard_arrow_right
  • অপরূপ রথ আগে
    অপরূপ রথ আগে। নাচে গোরারায় সবে মিলি গায় যত যত মহাভাগে।।ধ্রু।। ভাবেতে অবশ কি রাতি দিবস আবেশে কিছু না জানে। জগন্নাথমুখ দেখি মহাসুখ প্রেমেতে মাতিল গানে।। খোল করতাল কীর্ত্তন রসাল ঘন ঘন হরিবোল। জয় জয় ধ্বনি সুর নরমণি গগনে উঠয়ে রোল।। নীলাচলবাসী আর নানা দেশী লোকের উথলে হিয়া। প্রেমের পাথারে সবাই সাঁতারে দুখী যদু অভাগিয়া।। keyboard_arrow_right
  • অপরূপ রমণী অভিলাষ
    অপরূপ রমণী অভিলাষ। সঙ্কেত কাননে সেজ বিছাআই কানু মিলন প্রতিআশ।। মৃগমদচন্দন গন্ধ অনুলেপন বিকসিত চম্পক দাম। খপুর কপূর সম্পূট ভার রাখই পূরব মনমথ কাম।। মঙ্গল কলস পাশে ধরি রাখল রাখল রম্ভা রম্ভা ঠামে ঠাম। রতন পদীপ নীপতলে জারল চামর বীজ অনুপাম।। কনক দরপর-রতন পরিভাজন। নিরমঞ্ছন অভিলাষ। সম্বাদ পাই মিলল বর নাগরী কহলহিঁ গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • অপরূপ রাইক চরীত
    অপরূপ রাইক চরীত। নিভৃত নিকুঞ্জ মাঝে ধনি সাজয়ে পুন পুন উঠয়ে চকীত।।ধ্রু।। কিশলয়শেজ বিছায়ই পুন পুন জারত রতনপ্রদীপ। তাম্বুল কপূর খপুর পুন রাখয়ে বাসিত বারি সমীপ।। মলয়জ চন্দন মৃগমদ কুঙ্কুম পুন তেজত পুন লাই। সচকিত নয়নে নেহারই দশদিশ কাতরে সখিমুখ চাই।। কিঙ্কিণি কঙ্কণ মণিময় আভরণ পহিরত তেজত তাই। সখিগণ হেরি কতহু পরবোধয়ে জ্ঞানদাস কহ ধাই।। keyboard_arrow_right
  • অপরূপ রাধা মাধব সঙ্গে
    অপরূপ রাধা মাধব সঙ্গে। বৃন্দারচিত বিপিনে দুহুঁ বিলসয়ে করে কর ধরি কত রঙ্গে।। ললিতানন্দদা কুঞ্জে যাই দুহুঁ বৈঠল সহচরি মেলি। ক্ষণ এক রহি পুন মদন-সুখদা নামে কুঞ্জহি সখি সহ মেলি।। চিত্রাসুখদা কুঞ্জে পুন ভ্রমি ভ্রমি চলু চম্পকলতাকুঞ্জে। সুদেবি রঙ্গদেবিকুঞ্জে যাই দুহুঁ করু কত আনন্দ পুঞ্জে।। পূর্ণইন্দুসুখদা নামে কুঞ্জহি তহিঁ কত কৌতুক কেল। তুঙ্গবিদ্যা সখিকুঞ্জক হেরইতে […] keyboard_arrow_right
  • অপূর্ব কৌশলে খেলা খেলিতেছে শ্যামরায়
    অপূর্ব কৌশলে খেলা খেলিতেছে শ্যামরায়। ধু ধিয়ানে দুর্বিণের কলে নিকুঞ্জে বসিয়া চাইলে। বহুরূপ খেলিতেছে নিমিষেতে দেখা যায়।। কত যে ভঙ্গিমা করে কতরঙ্গে রূপ ধরে। কখন উন্মাদ হইয়া হাসে কান্দে নাচে গায়।। আদালত আসনে বসি আপন গলে দিয়ে ফাসী। কখন গোদারাঘাটে মাঝিরূপে তরী বায়।। থাকে বন্ধু ছিরীপুরে সে দেশ অনেক দূরে। ভাবেতে বিভোর হইলে নিকটেতে পাওয়া […] keyboard_arrow_right
  • অপূর্ব্ব বীণার গান শুনিয়ে শ্রবণে
    অপূর্ব্ব বীণার গান শুনিয়ে শ্রবণে। সব পাশরিল রাধা হরিল গেয়ানে।। অঙ্গের খুলিয়ে দিছে যত আভরণ । হাসি হাসি বিদেশিনী ফিরাইল বদন।। কমলিনী বলে ধনি কোন বর চাও। যাহা চাবে তাহা দিব বদন ফিরাও।। শুনিয়ে বিদেশিনী ফিরায়ে বদন। জোড় কর করি তবে কহয়ে বচন।। নন্দের নন্দনে যত করিয়াছ মান। ঐ মান রতন ধন মোরে দেহ দান।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ