আর বাশী বাজাইয়ারে বন্ধু, জ্বালাইও না মোরে। ধু জ্বালাইও না মোরে রে বন্ধু, জ্বালাইও না মোরে। বৃন্দাবনে বাজাও বাশী, সদায় শুনি তারে। আজি তুমি বাজাও বাশী ঘরের দুয়ারে রে বন্ধু। তরল বাশের বাশী রে তোমার, বাজে উচ্চসুরে। যৌবন জ্বালায় জ্বইলে মরি রইতে না দেও ঘরে রে বন্ধু। কহেন ছাবাল আকবর আলী, শুন বলি তোমারে। নিশায়ে […]
keyboard_arrow_right