• আহা কৃষ্ণ প্রাণনাথ কে নিল হরিয়া
    আহা কৃষ্ণ প্রাণনাথ কে নিল হরিয়া। কান্দে সব গোপনারী গোবিন্দ ধেয়াইয়া।। নন্দ কান্দে যশোদা কান্দে কান্দে রোহিণী। আহার তেজিয়া কান্দে বনের হরিণী। না কান্দ না কান্দ গোপী স্থির কর মন। কংস বধিয়া কৃষ্ণ আসিব এখন।। জাতি যুথি মালতী পুষ্প দ্বারে লাগাইলুম। নিঠুর কালিয়ার সনে পিরীতি বাড়াইলুম।। ফুটিল মালতী ফুল গন্ধ গেল দূর। ছাড়ি গেল প্রাণনাথ […] keyboard_arrow_right
  • আহা মরি মরি পরাণ-পুথলি
    “আহা মরি মরি পরাণ-পুথলি বাছনি কালিয়া সোনা। কত না পেয়েছ ক্ষুধায় পীড়িত বনে যেতে করি মানা।। এ দুঃখে না জীব নন্দে কি বলিব এ শিশু পাঠায়ে বনে। এ ঘর-করণে আনল ভেজাব কিবা সে করয়ে ধনে।। ইহাকে অধিক আর কিবা ধন, যারে না দেখিলে মরি। কালি আর গোঠে না পাঠাব মাঠে কেবা কি করিতে পারি।।” মধুর […] keyboard_arrow_right
  • আহা রে যৌবন ফুল বৃন্দাবন অধরে ধামালি খেলা
    আহা রে যৌবন ফুল বৃন্দাবন অধরে ধামালি খেলা বসন্ত পবন আনন্দ ভুবন ফলি ফলি চলি গেলা। ধু এ লাস বিলাস হাস্য পরিহাস পিক ঝিক কুহু রোল রসের মণ্ডলী অমৃত কুণ্ডলী পিয়া সোহাগের কোল। জীবন গুমান রূপ সম মান জীবন যাবত জানি নাসিরদ্দিনের এ দুঃখ মনের মরমে রহিল হানি। keyboard_arrow_right
  • আহা আহা বঁধু তোমার শুকায়েছে মুখ
    আহা আহা বঁধু তোমার শুকায়েছে মুখ। কে সাজালে হেন সাজে হেরে বাসি দুখ।। কপালে কঙ্কণ-দাগ আহা মরি মরি। কে করিল হেন কাজ কেমন গোঙারি।। দারুণ নখের ঘা হিয়াতে বিরাজে। রক্তোৎপল ভাসে যেন নীলসর-মাঝে।। কেমন পাষাণী যার দেখি হেন রীতি। কে কোথা শিখালে তারে এ হেন পীরিতি।। ছল ছল আঁখি দেখি মনে ব্যথা পাই। কাছে বশ […] keyboard_arrow_right
  • আহা আহা বঁধু তোমার শুকায়েছে মুখ
    আহা আহা বঁধু তোমার শুকায়েছে মুখ। কে সাজালে হেন সাজে হেরে বাসি দুখ।। কপালে কঙ্কণ-দাগ আহা মরি মরি। কে করিল হেন কাজ কেমন গোঙারি।। দারুণ নখের ঘা হিয়াতে বিরাজে। রক্তোৎপল ভাসে যেন নীল-সরঃ মাঝে।। কেমন পাষাণী যার দেখি হেন রীতি । কে কোথা শিখালে তারে এ হেন পীরিতি।। ছল ছল আঁখি দেখি মনে ব্যথা পাই। […] keyboard_arrow_right
  • আহা কে না সুতীথে তপ কৈল ভাগ্যমতী
    আহা। কে না সুতীত্থে তপ কৈল ভাগ্যমতী। কে নারী কাহ্নের সঙ্গে করে সুরতী।। কাহ্ন বিনী আভাগিনী গোপ যুবতী। দেখ সহ্মে নিকুঞ্জে গোবিন্দ গেলা কতী।। হরি হরি। সুন্দর সে গীত গাআঁ  বাঁআ করতালী। দেখ পাঅ চিহ্ন কথাঁ গেলা বনমালী।।ধ্রু।। কে না কুশক্ষেত্রে বিধিবতেঁ কৈল দান। কাহার ফলিল পুক্ষর পুন্য সিনান।। কাহাকে মিলিল আজি অষ্ট মহাসিধী। কারেঁ […] keyboard_arrow_right
  • আহা মরি কোথা গেল গোরা কাঁচা সোনা
    আহা মরি কোথা গেল গোরা কাঁচা সোনা। কহিতে পরাণ কাঁদে পাসরি আপনা।। কহিতে বাণীর সনে পরাণ না গেল। কি সুখ লাগিয়া প্রাণ বাহির না হৈল।। নয়নের তারা গেল কি কাজ নয়নে। আর না হেরিব গোরার সে চাঁদ বদনে।। হাসিমুখে সুধামাখা বাণী না শুনিব। গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব।। বাসু ঘোষ কহে গোরাগুণ সোঙারিয়া। মুঞি […] keyboard_arrow_right
  • আহা মরি গোরারূপের কি দিব তুলনা
    আহা মরি গোরারূপের কি দিব তুলনা। উপমা নহিল যে কষিল বাণ সোনা।। মেঘের বিজুরী নহে রূপের উপাম। তুলনা নহিল রূপে চম্পকের দাম।। তুলনা নহিল স্বর্ণকেতকীর দল। তুলনা নহিল গোরোচনা নিরমল।। কুঙ্কুম জিনিয়া অঙ্গগন্ধ মনোহরা। বাসু করে কি দিয়া গড়িল বিধি গোরা।। keyboard_arrow_right
  • আহা মরি মরি পরাণ পুথলি
    “আহা মরি মরি পরাণ পুথলি বাছনি কালিয়া সোনা। কত না পেয়েছ ক্ষুধায় পীড়িত বনে যেতে করি মানা।। এ দুঃখে না জীব নন্দে কি বলিব এ শিশু পাঠায়ে বনে। এ ঘর করণে আনল ভেজাব কিবা সে করয়ে ধনে।। ইহাকে অধিক আর কিবা ধন যারে না দেখিলে মরি। কালি আর গোঠে না পাঠাব মাঠে কেবা কি করিতে […] keyboard_arrow_right
  • আহা মরি মরি সই আহা মরি মরি
    আহা মরি মরি সই আহা মরি মরি। কি ক্ষণে দেখিলুঁ গোরা পাশরিতে নারি।। গৃহকাজ করিতে তাহে থির নহে মন। চল দেখি গিয়া গোরার ও চাঁদ বদন।। কুলে দিলুঁ তিলাঞ্জলি ছাড়ি সব আশ। তেজিলুঁ সকল সুখ ভোজন বিলাস।। রজনী দিবস মোর মন ছন ছন। বাসু কহে গোরা বিনু না রহে জীবন।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ