উজর জলধর শ্যামর অঙ্গ। হিলন কলপতরু ললিত ত্রিভঙ্গ।। মুরতি-মদন-ধনু ভাঙু বিভঙ্গ। বিষম কুসুমশর নয়নতরঙ্গ।। জয় যদুকুল-জলনিধি-চন্দ। ব্রজকুল-গোকুল-আনন্দকন্দ।। শুধু সুধাময় মধুরিম হাস। জগজনমোহন মুরলিবিকাশ।। চূড়হি উড়এ রুচির শিখণ্ড। টলমল কুণ্ডল ঢলঢল গণ্ড।। অবনি-বিলম্বিত বনি বনমাল। মধুকর ঝঙ্করু ততহি রসাল।। তরুণ অরুণরুচি পদঅরবিন্দ। নখমণি নীছনি দাস গোবিন্দ।।
keyboard_arrow_right