• এবার করুণা কর বৈষ্ণব গোসাঞি
    এবার করুণা কর বৈষ্ণব গোসাঞি। পতিত পাবন নাম তুমা বিনু নাঞি।। যাঁহার নিকটে অশেষ পাপ দূরে যায়। এমন দয়াল প্রভু কেবা কোথা পায়।। গঙ্গার পরশ হৈলে পশ্চাতে পাবন।। দরশনে পবিত্র কর এ তুয়া গুণ।। হরি ঠামে অপরাধে তাহে হরিনাম। তুয়া ঠামে অপরাধে নাহি পরিত্রাণ।। তোমা সভার হৃদএ হয় গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মোর বৈষ্ণব প্রাণ।। […] keyboard_arrow_right
  • এমতি নাগর পালঙ্ক উপর
    এমতি নাগর পালঙ্ক উপর আপন শয়ন ঘরে। চৌদিকে চাহিয়া তরাসিত হৈয়া যাইয়া শয়ন করে।। শিথান বালিশে ঘুমল আলিসে সুকোমল শেজ পরি। বিলাসের চিহ্ন তনু পরবীণ ছিন্ন হার উরে ধরি।। শ্রীনন্দ মহল স্বজন সকল শয়নে ঘুমায়্যা আছে। নিশি পোহাইল সকল জাগল সরবা সখীর কাছে।। keyboard_arrow_right
  • এমন পীরিতি কভু নাহি দেখি শুনি
    এমন পীরিতি কভু নাহি দেখি শুনি। নিমিখে মানয়ে যুগ কোড়ে দূর মানি।। সমুখে রাখিয়া করে বসনের বা। মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গা।। একতনু হৈয়া মোরা রজনী গোঙাই। সুখের সাগরে ডুবি অবধি না পাই।। রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়। দেহ ছাড়ি মোর যেন প্রাণ চলি যায়।। সে কথা বলিতে সই বিদরে পরাণ। চণ্ডীদাস কহে ধনি […] keyboard_arrow_right
  • এমন কালিয়া চান্দে কে আনিল দেশে
    এমন কালিয়া চান্দে কে আনিল দেশে। অকলঙ্ক কুলেতে কলঙ্ক রৈল শেষে।। চান্দের উপরে চান্দ চান্দের টালনি। তিন চান্দ এক ঠাঁই কভু নাহি শুনি।। দশ চান্দ নাচে গায় মুরলীর রন্ধ্রে। আর দশ চান্দ রাঙ্গা চরণারবিন্দে।। গগনেতে এক চান্দ তাই মোরা জানি। ঘাটের মাঝে চান্দেরগাছ কে রুপিল আনি।। হাতে চান্দ পায়ে চান্দ আর চান্দ কপালে। এমন কভু […] keyboard_arrow_right
  • এমন নিতাই কোথাও দেখি নাই
    এমন নিতাই কোথাও দেখি নাই। অবধূত-বেশ ধরি জীবে দিল নাম হরি হাসে কান্দে নাচে আরে ভাই।। অদ্বৈতের সঙ্গে রঙ্গ ধরণ না যায় অঙ্গ গোরা প্রেমে গড়া তনুখানি। ঢুলিয়া ঢুলিয়া চলে বাহু তুলি হরি বলে দু নয়নে বহে নিতাইর পানি।। তিলকের শোভা ভালে কূটিলকুন্তল লোলে গুঞ্জার আটুনি চূড়া তায়। কেশরী জিনিয়া কটি কটিতটে নীল ধটী বাজন-নূপুর […] keyboard_arrow_right
  • এমন পিরীতি কভু দেখি নাই শুনি
    এমন পিরীতি কভু দেখি নাই শুনি। পরাণে পরাণ বাঁধা আপনা আপনি।। দুহঁ কোরে দুহঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। তিল আধ না দেখিলে যায় যে মরিয়া।। জল বিনু মীন জনু কবহু না জীয়ে। মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে।। দুগ্ধে আর জলে প্রেম কিছু রহে স্থির। উথলি উঠিলে দুগ্ধ জল পাইলে ধীর।। ভানু কমল বলি সেহ হেন […] keyboard_arrow_right
  • এমন পিরীতি কভু দেখি নাই শুনি
    এমন পিরীতি কভু দেখি নাই শুনি। নিমিখে মানয়ে যুগ কোরে দূর মানি।। সম্মুখে রাখিয়া করে বসনের বাও। মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গাও।। এক তনু হইয়া মোরা রজনী গোঙাই। সুখের সাগরে ডুবি অবধি না পাই।। রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়। দেহ ছাড়ি যেন মোর প্রাণ চলি যায়।। সে কথা কহিতে সই বিদরে পরাণ। চণ্ডীদাস কহে […] keyboard_arrow_right
  • এমন পীরিতি কভু দেখি নাই শুনি
    এমন পীরিতি কভু দেখি নাই শুনি। পরাণে পরাণ বাঁধা আপনা আপনি।। দুঁহু কোড়ে দুঁহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। তিল আধ না দেখিলে যায় যে মরিয়া।। জল বিনু মীন জনু কবহুঁ না জীয়ে। মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে।। ভানু কমল বলি, সেও হেন নহে। হিমে কমল মরে ভানু সুখে রহে।। চাতক জলদ কহি, সে নহে তুলনা। […] keyboard_arrow_right
  • এমন পীরিতি কভু দেখি নাই শুনি
    এমন পীরিতি কভু দেখি নাই শুনি। পরাণে পরাণ বাঁধা আপনি আপনি।। দুঁহু কোড়ে দুঁহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। তিল আধ না দেখিলে যায় যে মরিয়া।। জল বিনে মীন জনু কবহুঁ না জীয়ে। মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে।। ভানু কমল বলি, সেও হেন নহে। হিমে কমল মরে ভানু সুখে রহে।। চাতক জলদ কহি, সে নহে তুলনা। […] keyboard_arrow_right
  • এমন পীরিতি কভু দেখি নাই শুনি
    এমন পীরিতি কভু দেখি নাই শুনি। নিমিখে মানয়ে যুগ, কোড়ে দূর মানি।। সমুখে রাখিয়া করে বসনের বা। মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গা।। একতনু হৈয়া মোরা রজনী গোঙাই। সুখের সাগরে ডুবি অবধি না পাই।। রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়। দেহ ছাড়ি মোর যেন প্রাণ চলি যায়।। সে কথা বলিতে সই বিদরে পরাণ। চণ্ডীদাস কহে সই […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ