• ও-মোরে ঠগিলায় ঠগিলায় রে বন্ধু রে
    ও-মোরে ঠগিলায়, ঠগিলায় রে, বন্ধু রে ! ধু বন্ধু রে ঠগিলায় আমারে, লাড়িয়া পিতলদিয়া রে বন্ধু, অবুলা ভাড়িলায় রে। আর ঠগের আশা, ঠগের বাসা ঠগের গৃহবাস; ঠগ দি’ বানাইছইন আল্লায় সয়াল সংসার রে।। আর চান্দে যে করইনি রে গৈরব উঠইন তেরা লইয়া; রাধিকায় করইন গৈরবঃ আমার কানুর গলায় মালা রে। আর আলিমে করইনি রে গৈরব […] keyboard_arrow_right
  • ওই গোরা কি শুধুই গোরা ওগো নাগরী
    ওই গোরা কি শুধুই গোরা ওগো নাগরী। দেখ দেখ ঠাউরে দেখ কেমন শ্রী।। শ্যাম অঙ্গে গৌরাঙ্গ মাখা নয়ন দুটি বাঁকা বাঁকা মনে যেন দিচ্ছে দেখা ব্রজের হরি।। না জানি কোন্‌ ভাব ল’য়ে এসেছে শ্যাম গৌর হ’য়ে কদিন বা রাখবে ঢাকিয়ে নিজ মাধুরী।। যে হোক সে নাগরা ক’রবে কুলের কুল সারা, লালন বলে, দেখবে যারা সৌভাগ্য […] keyboard_arrow_right
  • ওই দেখহ অনুরাগে
    ওই দেখহ অনুরাগে। আওল ফাগুন আগে।। আগে মঝু কছু আশ আছিল নিচয় নাগর আওবে। বরিখ গেলহি অবধি ভেলহি পুন কি পামরি পাতবে।। সোই নিরমল বদন-মাধুরী দরশ কথি জনি হোয়। অতয়ে নিরগুণ জিবন তেজব মরণ ঔখদ মোয়।। মোয় হেরি সখিসব কোই । চোঠ মাস বহু রোই।। রোই ঝর ঝর নিঝর লোচন বিষম অব দৌ মাস। কতিহুঁ […] keyboard_arrow_right
  • ওকি অপরূপ পেখিলুং বিপিন মাঝে
    ওকি অপরূপ পেখিলুং বিপিন মাঝে। জার জথ হিত চিত্ত প্রকাশিত সাফল নআন সাজে।। ধু কতুক কারণে গেলু বৃন্দাবনে দেখিতে ছো বন্ধু শ্যাম। কুঞ্জ নিকুঞ্জ বনে আলিকুল গুঞ্জরে মধু পিএ রঙ্গে আর ঢঙ্গে। মল্লিক কিং শুক হেরি পহু মুখ হাসি বিকশিত রঙ্গে।। নানা পক্ষী রবে সুধারস গাবে পিআগুণ অনুপাম। পিকধ্বনি ধিক চাতক ঘাতক পিউ পিউ জপে […] keyboard_arrow_right
  • ওকি দেহা
    ওকি দেহা। উয়ল জনু নব মেহা ।। ওকি এ চূড়া । মালতি মাল-মঞ্জুলা ।। ওকি এ বয়না। দুহু দিসে চরকায় নয়না।। ওকি এ ছন্দা। তিমিরে আগোরল চন্দা।। ওকি এ গমন মনমথ-সীমা। ওকি এ চলনী। মোহন অঙ্গকি বলনী ।। ওকি এ রসভোরা। কুবলয় খঞ্জন জোরা।। ওকি এ হাস্য । ভঙ্গুর ভাঁহু বিলাসা।। ওকি এ লীলা। অমিয়া-গরলময় […] keyboard_arrow_right
  • ওকি হালিঢলি পরে রাধে কালিন্দীর তীরে
    ওকি হালিঢলি পরে রাধে কালিন্দীর তীরে। না জানি কি হৈল আজু মরম অন্তরে।। ধু সুন্দর ললিত অঙ্গ পরসিছে সাপে। জর জর হৈল তনু থর থর কম্পে।। কনক কমল মুখ ঝাপিল চিকুরে। ক্ষীণকটি লতা জেন বাএ হালি পড়ে।। গগনের শশী জেন ভূমি তলে পড়ে। হাতে ধরি শ্যামে আসি তুলি লএ কোরে।। মনুঅরে কহে এহি ডংশিছে মদনে। […] keyboard_arrow_right
  • ওগো ব্রজলীলে এ কি লীলে
    ওগো ব্রজলীলে এ কি লীলে, কৃষ্ণ গোপিকার জনালে।। যারে নিজ শক্তিতে গঠলেন নারায়ণ আবার গুরু বলে ভজলে তার চরণ, এ কি ব্যবহার শুনে চমৎকার জীবের বোঝা ভার ভূমণ্ডলে।। লীলে দেখিয়ে কম্পিত ব্রজধাম নারীর মান ঘুচাইতে যোগী হ’ল শ্যাম দুর্জয় মানের দায় বাঁকা শ্যাম রায় নারীর পাদপদ্ম মাথায় নিলে। ত্রিজগতের চিন্তা শ্রীহরি আজ নারীর চিন্তা হলেন […] keyboard_arrow_right
  • ওগো রাই-সাগরে নামলো শ্যামরায়
    ওগো রাই-সাগরে নামলো শ্যামরায়। তোরা ধর গো হরি নাগর ভেসে যায়।। রাই-প্রেমের তরঙ্গ ভাবি, তাতে ঠাঁই দিতে কি পারবেন গো হরি ছেড়ে রাজস্ব, প্রেমে ঔদাস্য কৃষ্ণের চিন্তা কেঁতা ওড়ে গায়।। ওগো চার যুগেতে ঐ কেলে সোনা, তবু শ্রীরাধার দাস হই পাল্লেনা, যদি হইত দাস, যেত অভিলাষ তবে আসবে কেন নদীয়ায়।। তিনটি বাঞ্ছা অভিলাষ ক’রে হরি […] keyboard_arrow_right
  • ওগো সই কেবলে কালিয়া সোনা
    ওগো সই, কেবলে কালিয়া সোনা অন্তরে বাহিরে কালা কালা নহে রসি বিনোদিয়া। মোহর নসিবে লেখা নয়ানে নয়ানে দেখা নয়ান ভাবে জর জর হিয়া। সৈয়দ মর্তুজা কয় পর কি আপনা হয় মন বাঁধা পিরীতির লাগিয়া। keyboard_arrow_right
  • ওগো সামান্যে কি সেই অধর চাঁদকে পাবে
    ওগো সামান্যে কি সেই অধর চাঁদকে পাবে। যার লেগে হল যোগী দেবের দেব মহাদেবে।। ভাব জেনে ভাব না দিলে তখন, বৃথা যাবে সেই ভক্তি-ভজন। বাঞ্ছা যদি হয় সে চরণ ভাব দে না সে ভাবে।। যে ভাবে সব গোপিনী তারা, হয়েছিল পাগল পারা, চরণ ফেলে তেমনি ধারা ভাব দিতে তাই হবে।। নিহেতু ভজন গোপীকার, তাইতে সদায় […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ