• ও সই আগে আমি জানি না কালার প্রেমের এতই যাতনা
    ও সই আগে আমি জানি না কালার প্রেমের এতই যাতনা। ওরে মিছামিছি গোকুল লোকে করে গো ঘোষ ঘোষণা।। তন জ্বলে মন জ্বলে ফিরি আমি বনে বনে। যদি কালার দয়া হয় দেইন গো মোর কানের সোনা।। কালার প্রেমের পিয়াসী হইয়ে জলে গেলাম রঙ্গে ঢঙ্গে। ভাব ছাড়া প্রেমিকের মরা কে কইল যাদু টুনা।। উদাসী পাগলে বলে দাড়াইয়া […] keyboard_arrow_right
  • ও আমার বন্ধুরে পাইমু কেন কলে গো রাধে
    ও আমার বন্ধুরে পাইমু কেন কলে গো রাধে। আমার বন্ধুরে পাইমু কোন কলে। ধু বন্ধুরে পাইমু বলে দিবানিশি দেহা জ্বলে ওরে শীতল কর দরশনের জলেগো রাধে। দরশন অমূল্য নিধি একবার পাইতাম যদি ওরে চরণেতে যাইতাম মিশিয়া গো রাধে। যদি পাইতাম একবার গলায় দিতাম প্রেমের হার চরণ ধূলা মূছিতাম নয়নে গো রাধে। দিবানিশি দহে মন না […] keyboard_arrow_right
  • ও আমি পাইলাম না গো আমার জীবন থাকিতে
    ও আমি পাইলাম না গো আমার জীবন থাকিতে। হায় হায় আমি পাইলাম না গো। সই গো সই, পাইতাম যারে পাইনা না গো তারে সদায় থাকে মনে। হায় রে, গহীনেতে আইসে যায় না দেখি নয়নে।। সই গো সই, নগরে চলিলাম বা’ মুরশিদ তল্লাস করিয়া। হায় রে, দারুণ হইছে কাল ননদী ফিরইন সাথে সাথে।। সই গো সই, […] keyboard_arrow_right
  • ও আমি পাইলাম না গো আমার বন্ধুরে মানাইতে
    ও আমি পাইলাম না গো আমার বন্ধুরে মানাইতে। তোমরা নি যারায় গো সখি, কদম তলায় ফুল পাড়িতে।। আর দারুণ চাম্পানাগেশ্বর ফুল ফুটে গো ডালে-ডালে। বা’ আল্লা, ফুটে গো ডালে -ডালে। ওরে, রাইত অইলে হায়রে ফুল লূকায় পাতে-পাতে।। আর দারুণ বলওয়া ফুল ফুটে গো নিশা কালে;বা’ আল্লা ফুটে গো নিশাকালে। আর তার লাগি’ কতেক রইছইন ফুল […] keyboard_arrow_right
  • ও আমি পিরিত করি কলঙ্কিনী হইয়াছি গকুলে
    ও আমি পিরিত করি কলঙ্কিনী হইয়াছি গকুলে, প্রেমানলে সজনী সদায় জ্বলে। ধু প্রেম করিলাম শিশুকালে, চিরদিন রহিবে বইলে, হায়রে কোন অপরাধে প্রিয়ে আমারে ছাড়িলে। প্রেমের সাগর তুমি হায়রে জনমের পিয়াছা আমি, হায়রে দরশনের জল ঢাল আমার আগুনে। এমন কেহ গুণী হইত, আমার কলিজা চিরিয়া চাইত, হায়রে দেখাইতাম আগুনী তারে, জ্বলিতেছে কি হালে। পাগল আরকুমে বলে, […] keyboard_arrow_right
  • ও এ গো রূপসী আও না কুঞ্জে হাসি গো হাসি
    ও এ গো রূপসী আও না কুঞ্জে হাসি গো হাসি। তোমার কুঞ্জে তুমি আও গো আমি কি পরবাসী।। যদি তুমি কুঞ্জে আও, বাঁশীর সুরব শুনাই যাও গো। তুমি বিনে এ জগতে কে আছে মায়া-রসী।। চাই ভিক্ষা কালার বাঁশী, সঙ্গে নিতাই কানাই দাসী। জগৎ ভুলাইয়া রাখছ যে কামিনী মৌরসী।। ছাবাল উদাসীর বাণী, শুন মাগো কমলা রাণী। […] keyboard_arrow_right
  • ও কালার কথা কেন বল আজ আমায়
    ও কালার কথা কেন বল আজ আমায়। যা শুনলে আগুন লাগে গায়।। তুমি বৃন্দে নামটি ধর জলে অনল দিতে পার, রাধারে ভুলতে তোর এবার বুঝি কঠিন হয় ।। যে কৃষ্ণ রাধার অলি তারে ভুলায় চন্দ্রাবলী, এ কথা আর কারে বলি ঘৃণায় জীবন যায়।। শতেক হাঁড়ির ব্যঞ্জন চাখা রাই বলে ধিক্‌ তারে দেখা, লালন বলে, এবার […] keyboard_arrow_right
  • ও কুলের বধূ মজালি মজালি মজালি রে জাতিকূল
    ও কুলের বধূ ! মজালি মজালি মজালি রে জাতিকূল। ধু একেত কুলের বধূ আর ত অবলা। কতেক সহিমু নাথ কলঙ্কের জ্বালা।। ঘরে গঞ্জে গুরুজন, বাহিরে রবির তাপ। পরের পিরীতি নাথ আন্দার ঘরের সাপ।। ঐকুলে বন্ধুর বাড়ী মাঝে ক্ষীরনদী। উড়ি যাইতাম সাধ করে, পাখা না দেয় বিধি।। সৈয়দ মর্তুজা কহে মনেত ভাবিয়া তন জ্বলে মন পোড়ে […] keyboard_arrow_right
  • ও কোকিল তোর সুরে কাঁদে প্রাণী
    ও কোকিল তোর সুরে কাঁদে প্রাণী। ডাক শুনিয়া ঘুম ভাঙ্গিয়া হইলাম রে উদাসিনী।। ছিলাম আমি কাল স্বপনে প্রাণবন্ধু দেখি শ্যাম পরে। মিশাইয়া প্রাণে প্রাণে বলি দুঃখের কাহিনী।। কুহু কুহু গান শুনিয়া হঠাৎ গেল ঘুম ভাঙ্গিয়া রে। চক্ষু মেলি দেখি চাইয়া কাছে নাই গুণমণি । কোকিল বসন্ত তালে কাঁদাইতে কেন এলে রে। কইও বন্ধের চরণ তলে […] keyboard_arrow_right
  • ও গুরু বললে কি গুরু মিলে
    ও গুরু বললে কি গুরু মিলে, মন ও প্রাণ না দিলে। ও সে রসের গাছের ফল ও সদায় করছে টল মল। সেই রসিক তার মর্ম জানে অরসিকে জানবে কেনে ? সে ফল যে খেয়েছে সেই অটল হয়েছে। সে ভাব করেছে গোপীগণে–ও মন প্রাণ না দিলে। ও দরবেশ লালন শা তাই কয়, ও কিনু, প্রেম সামান্য […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ