• ওরে সখিরে ও প্রাণ গো সখিরে
    ওরে সখিরে ! ও প্রাণ গো সখিরে– যার জ্বালা সে জানে, তোর হইলে বাঁচতি না প্রাণে। সখিরে, ঐ শ্যাম বন্ধুর কথা যখন পড়ে মনে, আমি ঘরে রইতে পারি না সখি, ও আমার ছট্‌বট্‌ ছট্‌বট্ করে গো প্রাণে।। সখিরে, সকালে জল ভরিতে এলাম সুরধুনীর ঘাটে, ও কালো রূপ দেখিয়া ভুলিয়া রইলাম। তাই লালন বলে–ও কালো কি […] keyboard_arrow_right
  • ওরে, মন আমার গেল জানা
    ওরে, মন আমার গেল জানা। কারো রবে না ধন জীবন-যৌবন, তবে রে কেন এত বাসনা।। একবার সবুরের দেশে বও দেখি দম ক’ষে, উঠিস না রে ভেসে পেয়ে যাতনা।। যে করিল কালার চরণেরি আশা জান না রে ও মন, তাহার কি দশা, ভক্ত বলি রাজা ছিল, রাজত্ব তার নিল বামনরূপে প্রভু করে ছলনা।। কর্ণ রাজা ভবে […] keyboard_arrow_right
  • ওলো সজনী সে ত সন্নিধানে
    ওলো সজনী সে ত সন্নিধানে, চুপি চুপি-বাজাও ভেরী, বাজাও বৃন্দাবনে। দমকলে মুরারী টান হাফজ দমভরিয়ে, কল্‌টিপিয়ে কল্পনাতে ডাইনেবাঁয় আনে। দুর্‌বিণেতে ধ্যান ধর গুল্‌বন খেছিয়ে, আবজালালে মারে বৈটা দীলদরিয়ায় টানে। সুরধুনী তীরে বাতি কিরণের ছটা, হৃদয় উদয় কর পূর্ণমাসি চাঁনে। দম ভরিয়ে দম সাধনে চিত্তে হও চতুর, যমুনাতে ঝাম্প দিয়ে ধৈর্য ধর আসনে। আসনেতে শুদ্ধমতি দুর্‌বিণ […] keyboard_arrow_right
  • ওহুঁ রাহুভীত এহু নিসঙ্ক
    ওহু রাহুভীত এহু নিসঙ্ক ওহু কলঙ্কী ই ন কলঙ্ক।। সম বোলাইতে অনুচিত মন জাগ সোনাক তুরনা কাগ কি নাগ।। এ সখি পিআ মোর বড় অগেআন বোলথি বদন তোর চান্দ সমান। চান্দহু চাহি কুটিল কুটাখ তঅে কামিনী বিকিরএ রাখ।। উথি আচ্ছ সুধা, ইথী অচ্ছ হাস এত বা অচ্ছ কিছু তুলনা ভাস।। ভনই বিদ্যাপতি কবি কণ্ঠহার তনিকা […] keyboard_arrow_right
  • ওহে ও কুবুজার বন্ধু
    “ওহে ও কুবুজার বন্ধু। পাসরেছ রাইমুখ-ইন্দু।। ওহে ও পাগধারী। পাসরেছ নবীন কিশোরী।। রাই পাঠাইল মোর। দাসখত দেখাবার তরে।। যাতে মোরা আছি সাখী। পদতলে নাম দিলে লেখি।। তুমি ব্রজে যবে যবে। করতালি বাজাইব সবে।।” দ্বিজ চণ্ডীদাস ভণে। গালি দিব যত আছে মনে।। keyboard_arrow_right
  • ওহে নাগরবর শুনহে মূরলীধর
    ওহে নাগরবর শুনহে মূরলীধর নিবেদন করি তুয়া পায়। চরণ-নখর মণি জনু চান্দের গাঁথুনি ভাল শোভে আমার গলায়।। শ্রীদামের সঙ্গে সঙ্গে যখন তুমি যাওহে রঙ্গে তখন আমি আঙ্গিনায় দাঁড়াঞা। মনে করি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই আঁখি রইল তুয়া পথ চাঞা।। যখন তোমায় পড়ে মনে চাহি বৃন্দাবন পানে আল্যাইলে কেশ নাহি বান্ধি। রন্ধনশালাতে যাই তুয়া বন্ধুর […] keyboard_arrow_right
  • ওহে নাথ কি দিব তোমারে
    ওহে নাথ কি দিব তোমারে। কি দিব কি দিব করি মনে করি আমি। যে ধন তোমারে দিব সেই ধন তুমি।। তুমি সে আমার নাথ আমি সে তোমার। তোমার তোমাকে দিব কি যাবে আমার।। যতেক বাসনা মোর তুমি তার সিধি। তোমা হেন প্রাণনাথ মোরে দিল বিধি।। ধন জন দেহ গেহ সকলি তোমার। জ্ঞানদাস কহে ধনি এই […] keyboard_arrow_right
  • ওহে বড়ই বিষম বিরহ-নারা
    “ওহে বড়ই বিষম বিরহ-নারা। কিছু নাহি খায় শিযেতে লুকায় পাঁজর হৈয়াছে সারা।। শুনি কি না শুনি কহে সরু বাণী যেন অরুন্ধতী তারা। কনক রতন যেন মলিয়ান চকিত লোচন-তারা।। শ্রবণ নয়ন ঝরে অনুক্ষণ যেনক শায়ন-ধারা। নেতের বসনে মুছিব কেমনে এত বল আছে কারা।। এখন তখন তাহার জীবন না চলে কণ্ঠের নালা।” চণ্ডীদাসে কহে– “তুরিতে চলহে, বিলম্ব […] keyboard_arrow_right
  • ওহে রাধাকান্ত বারেক আইস
    ওহে রাধাকান্ত বারেক আইস নয়ান ভরিয়া তোমা দেখি। না দেখিয়া চাঁদমুখ সদাই বিদরে বুক বুঝাইলে না বুঝে দুই আঁখি।। চান্দ মুখ নিরখিয়ে কর্পূর তাম্বুল দিয়ে যোগাইতে বড় হয় সাধে। তুমি গুণনিধি ময় তবে কেন দয়া নয় মোর ভাগ্যে বিধি হৈল বাদে।। সে মুখ সুন্দর কান্তি চিত্র ভূষণ ভাঁতি পশি গেল হিয়ার মাঝারে। আহা আহা মরি […] keyboard_arrow_right
  • ওহে আমরা এসেছি না জানিয়ে
    ওহে আমরা এসেছি না জানিয়ে। কথায় বুঝিলাম মোরা তরণী করিয়া ভারা আইলা নবীন নেয়া হোয়ে।। কড়ি দিয়া পার হব ভাঙ্গা নায়ে না চড়িব নৌতুন আনগা গড়াইয়া। তরণী নৌতুন নয় নানা ছলে কথা কয় হাসি হাসি মুখানি ঝাঁপিয়া।। কালিন্দীর কাল জল মুখ পদ্ম শত দল মেঘের আড়েতে যেন শশী। হাসিতে বিজুরী খেলে বচন কহিবার কালে অমিয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ