• নবীন যুবতী না লো গগনের শশী
    নবীন যুবতী না লো গগনের শশী, ওরে লাগাইলায় অবলার গলে প্রেম রসির ফাঁসি, লো নবীন যুবতী। ধু যুবতী লো প্রথমে পিরিতি হইল দুহার নয়নে, একেতে দ্বিগুণ হইল মুখের জবানে। সে হনে পিরিতের শেল লাগিয়াছে দিলে, হায়রে তুষের অনল যেমন ঘইয়া ঘইয়া জ্বলে।। যুবতী লো ভ্রমরা ফুলের জন্যে করে অন্বেষণ, সেরূপে চিত্তেতে আমার করে যে ভ্রমণ। […] keyboard_arrow_right
  • পন্থ ছুড় যমুনাতে যাই রে নন্দের গোপাল রে
    পন্থ ছুড় যমুনাতে যাই রে নন্দের গোপাল রে। ধু গোপাল রে জল নাই মোর কলসীতে, চলিনু যমুনায় যাইতে রে ও রে পথে কেনে দেও পরিবাদ রে। গোপাল রে কোন দুয়ারে আইলায় ঘরে, চিনিতে না পাইলাম তোরে, ও রে নিদ্রা গেলে লনী করো চুরি রে। গোপাল রে তুমি খাইলায় লনী খানি রাধা হইলাম কলঙ্কিনী রে ওরে […] keyboard_arrow_right
  • প্রাণনাথ আইও আইও কলঙ্কী রাধার মন্দিরে
    প্রাণনাথ আইও আইও কলঙ্কী রাধার মন্দিরে। আসলে কালা মনের জ্বালা। পাশরিয়া যাব গো দূরে।। কলঙ্কী রাধার মন্দিরে নিশাকালে একাতনা, হয়না জানু লোকের গো জানা, জানলে লোকে প্রেম রবে না আর নয় দরজার ঘর পরে চকি দেয় পারা দারে।। তুমি হইও মনচুরা, শিং দরজায় আমি গো খাড়া, দেখলে পরে কাজ হবে পূরা, রসরঙ্গে করব খেলা সুচিত্র […] keyboard_arrow_right
  • প্রেম দিয়া নিলায়নি ত্যেজিয়া রে বন্ধু কালিয়া
    প্রেম দিয়া নিলায়নি ত্যেজিয়া রে বন্ধু কালিয়া, হায়রে, জানি না বন্ধু কি দোষ লাগিয়া। ধু। তোর লাগি কুল মান গেল জগতে কলঙ্ক রইল, গো হায়রে, তাপিনীরে নিলায়নি বধিয়া, প্রেম করি হইলে ছাড়া, পুরুষ নাই নারীর জোড়া গো হায়রে, প্রাণ থাকিতে জীবনেতে মরা রে বন্ধু । শিশুর হাতে দিয়া কলা বাড়াইলায় পিরিতে জ্বালা, গো হায়রে, কাড়ি […] keyboard_arrow_right
  • বন্ধু রে তোর প্রেমের মালা দেও রে আমার গলে
    বন্ধু রে তোর প্রেমের মালা দেও রে আমার গলে, পইরিয়া বেড়াইতাম আমি গোকুল নগরে রে। ধু। তোর নামের ভিখারী হইয়া মাঙ্গিয়া যদি খাই, ও রে এই জনমের মত আমার সুখের সীমা নাই রে।। লোকে যদি বলে তোমার প্রিয়া থাকে কই রে, আমি বলমু আমার কোলে তার কোলে মুই রইরে।। জাতি কুল সরম ভরম করিমু তেয়াগ; […] keyboard_arrow_right
  • বিনা দরশনে অঙ্গ জ্বলিয়া হইল ছারখার
    বিনা দরশনে অঙ্গ জ্বলিয়া হইল ছারখার, মনের দুক্ষ রইল মনে কলঙ্কী রাধার। ধু প্রেম শিখাইয়া শিশুকালে, কুলের বার করিয়া নিলে, না রাখিলে জাতের বিচার; হায় রে একুল সেকুল গেল গলায় কলঙ্কের হার। যে যারে কলঙ্কী করে সে যদি না দয়া ধরে, অন্যে কি তার করিবে বিচার। হায় রে মায়ের কুলে শিশু মইলে শেষে দুক্ষ লাগে […] keyboard_arrow_right
  • মোরে লও সঙ্কট উদ্ধারী বন্ধু প্রেমিকের কাণ্ডারী
    মোরে লও সঙ্কট উদ্ধারী বন্ধু প্রেমিকের কাণ্ডারী। ধু চাইনারে তোর দালান কোঠা, চাইনা ঘরবাড়ী।। প্রেম ভিক্ষা দেও প্রাণনাথ, আমি দুই চরণে ধরি রে বন্ধু।। জল ভরি সারি সারি গেলা সব পরি, খালি কুম্ভ কাঙ্খে লইয়া আমি যমুনাতে ফিরি।। যদি না দেও কলসি ভরি, দেওরে হিয়ায় ছুরি; সরম হনে মরণ ভাল, আমি জলের ঘাটে মরি।। আঙ্খির […] keyboard_arrow_right
  • শ্যাম বিনোদিয়া বন্ধু রসের বিনোদিয়া
    শ্যাম বিনোদিয়া বন্ধু রসের বিনোদিয়া, কোন অপরাধে গেলায় আমারে ছাড়িয়া । ধু শইলে স্বপনে পাই রাত্র নিশাকালে, দিবসে দেখিতে পাই দুই আখি মুজিলে। আমি তোমার পোষা পাখী তুমি আমার প্রিয়া, পিপাসা চাতকী আছি পন্থ তাকাইয়া। আসব কবে দেখা হবে জুড়াইব হিয়া, পাষাণে বান্ধিয়াছ বুক আমায় পাসরিয়া। আলিপ রে কাফ মিম এস্কেতে জ্বলিয়া মিমরে জিম নু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ