• কালা তোমা ভাল জানি
    কালা তোমা ভাল জানি, তোমার সঙ্গে প্রেম করি হৈলুম কলঙ্কিনী। ধু দেখা দিয়া গেলা প্রিয়ে হৈল কত কাল, কেমতে রহিলা মোরে দিয়া মায়া জাল।। হেন সাধ মনে মোর করি কণ্ঠ হার, ভ্রমর কমলে রাখি হৃদের মাঝার। হীন আলি রাজা কহে ভজি গুরুপায়, এই মাগি পিয়া পদে দেখিতে সদায়।। keyboard_arrow_right
  • কি খেনে আসিলাম ঘাটে
    কি খেনে আসিলাম ঘাটে। নন্দের নন্দন, ভুবনমোহন, দেখিয়া মরম ফাটে।। ধু পদ্মনাভ কদম্ব শিখরে বসি, করে বেণু ঝাঁঝর বদনে পুরে বাঁশী। যেরূপ দর্শনে ভ্রমে ইন্দ্র সূর শশী, যেরূপ স্মরণে ডুবি মজিল তপস্বী।। যেরূপ দেখিয়া রাধা হৈল উদাসিনী, লাজ ভয় ধর্ম তেজি শ্যাম কলঙ্কিনী। আলি রাজা গাহে প্রেম রতন উত্তম, * * * ।। keyboard_arrow_right
  • কি রূপ দেখিনু সই সই
    কি রূপ দেখিনু সই সই, অই না যায় পাস্‌রা।। ধু সেইরূপ হইল নারীর প্রাণ-কাল, হরিল জীবন মোর বুকে দিয়া শাল।। লেখিল পাষাণে রূপ বজ্রের সমান, ক্ষুধা নিদ্রা হরিল হরিল লাজ মান।। হীন আলি রাজা কহে সেইরূপ বিনে।। keyboard_arrow_right
  • কিরূপে যাইমু বোল ঘরে নিলাজ কালা
    কিরূপে যাইমু বোল ঘরে নিলাজ কালা। ধু রাজপন্থে ধরি মোরে, বাটোয়ারী কৈল চোরে, লুটাল নবীন বাগ ফল।। দধি লুটি নিল হাটে, কেলি কলা কৈল ঘাটে, শ্যাম কলঙ্কিনী মহীতল। কাঞ্চুলী কবরী মেলি, উরে উরে দিয়া মিলি, হর শিরে দিলা হরি কর। অধরে অধর জড়ি, পূর্ণ সুধাপান করি, লোক দোষী কৈল জন্ম ভর। আর শুনি বাঁশীর স্বর, […] keyboard_arrow_right
  • কোথাতে রাখিমু লুকাইয়া রে
    কোথাতে রাখিমু লুকাইয়া রে, পিরীতি তো রে কিরূপে রাখিমু লুকাইয়া। ধু দারুণ আনল প্রেমে, ঠাকুরের তনু ঘর্মে,ত্রিভুবন পুড়ি করি ছার।। মহারত্ন প্রেম তোর, রাখিতে কি শক্তি মোর, সর্বজগত সেই অধিকার। যে পালে পিরীতি সার, ত্রিলোক নিছনি তার, কান্ত সোহাগিনী সে সকল।। যে জন পিরীতি ছাড়া, সে সব জীয়তে মরা, আদি অন্তে নাই তার ফল। প্রেমরত্ন […] keyboard_arrow_right
  • গোপী-শ্যাম প্রেমের রসাগার রাধাকানু পিরীতি নাগর
    গোপী-শ্যাম প্রেমের রসাগার রাধাকানু পিরীতি নাগর।।ধু নিত্য মাঠে থাকে হরি রাখোয়াল সঙ্গে করি, বংশীর ঠমকে গায় গীত। শুনি মূরলীর ধ্বনি, কম্পিত রাধার প্রাণি, পিরীতি বিরহে দহে চিত।। করুণ বংশীর স্বরে, দেব মুনি জ্ঞান হরে, আর হৃদে জাগে পঞ্চবাণ। পঞ্চবাণ বংশীসুর, জ্ঞান গর্ব করে দূর, জাতি ধর্ম লাজ কুল মান।। রাধা সে বংশীর নাদে, মাঠে গেলা […] keyboard_arrow_right
  • জগপতি তুমি রূপে মনোহর কালা
    জগপতি তুমি রূপে মনোহর কালা, সর্বরূপ জিনি শুধু শ্যামরূপ ভালা। ত্রিজগতে সর্বরূপে কালা আলুকিত, শ্যাম জিনি শ্বেত লাল না হয় উদিত।। কৃপাসিন্ধু জগবন্ধু তুয়া কালা নিধি, নিশিকালা মেঘকালা অলি পিক আদি। শ্যামরূপ শ্যামচন্দ্র শ্যাম অলঙ্কার, শ্যাম মেঘে পূর্ণাসন করিছে মল্লার ।। মাতঙ্গ বাহন রাজা স্বর্গের উপর, মল্লারের আলাপন চাতকের স্বর। গুরুপদে শির করি আলিরাজা কহে, […] keyboard_arrow_right
  • তোমার মহিমা সিন্ধু কি বুঝিতে পারি
    তোমার মহিমা সিন্ধু কি বুঝিতে পারি, মাঠে থাক ধেনু রাখ বাজাও মুররী। গগনের সূর শশী রূপের সাগর, সমস্ত নগরে হরি প্রতি ঘরে ঘর।। অতুল মহিমা মাধুরী পূরই মূররী, আলাপনে গৃহ ছাড়ে কুলবতী নারী।। ষোলশত গোপিনী সাজিয়া একবারে, মাঠে গিয়া ভক্তিমনে পূজিল হরিরে। আলিরাজা গাহে প্রেম রস ভক্তি-ভাষ, মাঝে হরি করি গোপী নাচে চারি পাশ।। keyboard_arrow_right
  • দারুণ বন্ধের লাগি প্রেমবিষে জ্বলে তনু রে
    দারুণ বন্ধের লাগি, প্রেমবিষে জ্বলে তনু রে, মন নিরোধ না মানে। ধু প্রেমবাণ তোলাইল অই দূর দেশী , প্রেমরস ডোরে বান্ধি হৈল পরবাসী।। নিত্যপন্থ হেরি থাকি কাঁদি ঝর ঝর, জর জর হৈল হিয়া কাঁপে থর থর। দেশান্তরী মিত্র নহে জানিলুম এখানে, এক সঙ্গে না ভুলে না রহে একস্থানে।। আলিরাজা ভণে প্রেম অতনুর ধনু, প্রেমানল বিষ-বাণে […] keyboard_arrow_right
  • দেখ দেখ হে প্রাণের সই
    দেখ দেখ হে প্রাণের সই ! শ্যাম চিকনিয়া বৃন্দাবনে।। ধু বৃন্দাবনে রস-রঙ্গে রহিয়াছে হরি। তান হেতু ষোলশ গোপিনী দহি মরি।। না দেখি কমল-পদ না শুনি মুরলী। চল চন্দ্রমুখ দেখি সকল কুমারী।। গুরুকৃপা আলি রাজা রচিল পয়ার। হরি বিনু গোপীর যৌবন অন্ধকার।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ