আনন্দে নাহিক ওর। কিশোর কিশোরী আপনা বিসরি সুখের নাহিক ওর।। ফেরাফিরি বাহু চান্দে যেন রাহু গিলল গগন মাঝে। তৈছন পীরিতি করত এ রতি রণরতি দুহে বাজে।। যেমন শশক সোঁসর কিশোরী সিংহের সমান কান। শশ[ক] ধরয়ে কতেক পরাণ সে ন কি জিয়ে টান।। রতি-রণ-কাজে মন্দির সমাঝে রতন-শেযের পরে। দুহু দুহাঁ সুখ বাঢ়ল আনন্দ বিরল মন্দির ঘরে।। […]
keyboard_arrow_right