মাধব সো অতি সুন্দরি বালা। অবিরত বারি নয়নে ঝর নিঝর জনু ঘন শাওন ধারা।। পুনমিক ইন্দু নিন্দি মুখমণ্ডল শোভে ন অব শশিরেহা। কলেবর কাঁতি কনক জিতি কামিনি দিনে দিনে কালিম ভেলা।। পদ অঙ্গুলি দেই ক্ষিতি লিখত পাণি কপোল অবলম্ব।। উপবন দেখি মুরছি মুরছি পড়ু ভূতলে চিন্তিত সখিগণ সঙ্গ।। কোই নলিদিদলে শেজ বিছাওই তাহি সুতাওলি রাই। […]
keyboard_arrow_right