• আর কহি শুন অদভুত কথা
    আর কহি শুন অদভুত কথা কহিতে নহিলে নয়। মহা অভুরন্ধ্র আট সে প্রবন্ধ কেহ কেহ জন কয়।। একটি কমল তার তিন দল ব্রহ্মাণ্ড ভেদিয়া আছে। আর এক দল এ মহীমণ্ডল ব্যাপিত হইয়া আছে। আর এক দল ফণি লোক ভরি তিন দল তিন লোকে । এক এক দলে সহস্র বিংশতি তাথে রেখ এক থাকে।। সে রেখ […] keyboard_arrow_right
  • আর কি আসবে সেই কেলেশশী এই গোকুলে
    আর কি আসবে সেই কেলেশশী এই গোকুলে। তারে চেনে না গোকুলবাসী কি ভোলে।। ননীচোরা বলে ওমনি মারলে তারে নন্দরানী আর নানারূপ অপমানি হইলে।। অনাদির আদি সেই গোবিন্দে, তারে রাখাল বানায় নন্দে, আরও রাখালগণ তার স্কন্ধে চড়িলে।। হারালে চায় পেলে নেয় না ভব জীবের ভ্রান্ত যায় না তাইতে লালন কয়, দৃষ্ট হয় না নরলীলে।। keyboard_arrow_right
  • আর জ্বালা সয় না পরাণে, সুন্দরি কদমতলায় কে বাজাইল মুররী
    আর জ্বালা সয় না পরাণে, সুন্দরি কদমতলায় কে বাজাইল মুররী।। চল সব সখীগণ, সঙ্গে মোর পাঞ্চজন, চল যাই রাধার মন্দিরে। কুমন্ত্রণা কেও তো দিয়ো না একভাবে দেখি গি বন্ধুরে।। যখনে যমুনায় যাই, বাঁশীর রব শুনিয়ে আই, ডাকে বাঁশীয়ে মোরে নাম ধরি। হু-হু বাঁশীর সুরে, প্রাণি মোর নিল হরিয়ে কোন্‌ বন্ধে বাজায় মুররী।। হাতে মোহন বাঁশী […] keyboard_arrow_right
  • আর তো কালার সে ভাব নাইকো সই
    আর তো কালার সে ভাব নাইকো সই। সে না তেজিয়ে মদন প্রেম-পাথারে খেলছে সদায় প্রেম ঝাঁপাই। অগোর চন্দন ভূষিত যে সদায় সেই কালাচাঁদ ধুলায় লুটায় ও না থেকে থেকে বলছে সদায় সাঁই দরদী কৈলো কৈ। সশুক বিরিঞ্চি আদি যার তারি আঁচলা ঝোলা করোয়া কোপীন সার প্রভু শেষ লীলে করলেন জারী আনকা আইন দেখ না ঐ। […] keyboard_arrow_right
  • আর বাশী বাজাইয়ারে বন্ধু জ্বালাইও না মোরে
    আর বাশী বাজাইয়ারে বন্ধু, জ্বালাইও না মোরে। ধু জ্বালাইও না মোরে রে বন্ধু, জ্বালাইও না মোরে। বৃন্দাবনে বাজাও বাশী, সদায় শুনি তারে। আজি তুমি বাজাও বাশী ঘরের দুয়ারে রে বন্ধু। তরল বাশের বাশী রে তোমার, বাজে উচ্চসুরে। যৌবন জ্বালায় জ্বইলে মরি রইতে না দেও ঘরে রে বন্ধু। কহেন ছাবাল আকবর আলী, শুন বলি তোমারে। নিশায়ে […] keyboard_arrow_right
  • আরকি গৌর আসবেফিরে
    আরকি গৌর আসবেফিরে। মানুষ ভজে যেযা’ করো, গোরাচাঁদ গিয়েছে সেরে।। একবার এসে এই নদীয়ায় মানুষরূপে হয়ে উদয় প্রেম বিলায়ে যথা তথা গেলেন প্রভু নিজপুরে।। চার যুগের ভজন আদি বেদেতে রাখিয়ে বিধি বেদেরো নিগূঢ় রসপন্থী সপে গেলেন শ্রীরূপেরে।। আর কি সেই অদ্বৈত গোঁসাই আনবে গৌর এই নদীয়ায়, লালন কয় সে দয়াময়ে কে জানিবে এ সংসারে।। keyboard_arrow_right
  • আরতি আপু পবার ন চিহ্নহ
    আরতি আপু পবার ন চিহ্নহ ধরহ কত কুবানি। অপনি রমনি রাগে সন্তাবহ পরক পেয়সি আনি।। কহ্না তোঁঞে বড় লোক নিসঙ্ক। হসি হসি সেহে করম করসি জেঁ হো কুল-কলঙ্ক।। জাহি জাহি তোহি গুরু নিবারএ তাহি তোরা নিরবন্ধ। আঁখি দেখি জে কাজ ন করএ তাহি পারে কে অন্ধ।। তথুহু চীর সমাগম মাগহ এত বড় তোর লোভ। পরক […] keyboard_arrow_right
  • আরতি বলরামচন্দ্র রেবতী রমণ রাজে
    আরতি বলরামচন্দ্র রেবতী রমণ রাজে। বামে নবীন চিকন শ্যাম দক্ষিণে শোভে শ্রীবলরাম ব্রজবালক নাচত গাওত নন্দ আঙ্গিনা মাঝে।। জয় জয় জয় নন্দলাল জয় জয় জয় রাম গোপাল ঝাঁঝরি খঞ্জরী ঠমক তাল মধুর মধুর বাজে। গাওয়ে গোয়াল অতি রসালি যূথে যূথে মিলি গোপিনী ভালি সুরট সুরঙ্গ রাম কেলি সুর নব মুনি সাজে।। যশোমতী রূপ নিরখে ভাল […] keyboard_arrow_right
  • আরে আমার মন যেন আজ কেমন করে
    আরে আমার মন যেন আজ কেমন করে–না দেখলে তারে, এই না দেখিয়ে ছিলাম ভাল–কেন বা আইসে দেখা দিল, দেখা দিয়ে চলে যায়–পাগল কইরা আমারে। সে কালা মোর চতুর আলী ও আবার ননীচোরা বনমালী–রসিক নাম ধরে। সে যে বাজায় মোহন বাঁশী–রাধার স্বরে গান করে। শুনেছি তার মধুর বচন, ভঙ্গি বাঁকা দুইটি নয়ন–মন নিছে হইরে। লালন কয়, […] keyboard_arrow_right
  • আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ
    আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। না ভজিয়া মরোঁ দুঃখে মজিয়া সংসার কূপে দগ্ধ কৈল এ পাপ জীবন।। রিপুনিচয়ের হৈঞা গোরাপদ পাসরিয়া বিমুখ হইল হেনধন। পামর দুর্গত ছিল তাহে গোরা প্রেম দিল তারা হৈল ভাগবত সম।। গোরা দ্বিজ নটরাজে বান্ধহ হৃদয় মাঝে কি করিব সংসার-বিষম। নরোত্তম দাস কয় গোরা বড় দয়াময় না ভজিতে দেয় প্রেমধন।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ