অপূর্ব কৌশলে খেলা খেলিতেছে শ্যামরায়। ধু ধিয়ানে দুর্বিণের কলে নিকুঞ্জে বসিয়া চাইলে। বহুরূপ খেলিতেছে নিমিষেতে দেখা যায়।। কত যে ভঙ্গিমা করে কতরঙ্গে রূপ ধরে। কখন উন্মাদ হইয়া হাসে কান্দে নাচে গায়।। আদালত আসনে বসি আপন গলে দিয়ে ফাসী। কখন গোদারাঘাটে মাঝিরূপে তরী বায়।। থাকে বন্ধু ছিরীপুরে সে দেশ অনেক দূরে। ভাবেতে বিভোর হইলে নিকটেতে পাওয়া […]
keyboard_arrow_right