অপর পয়োধি মগন ভেল সূর।
নখি-কুল-সঙ্কুল বাট বিদূর।।
নরি পরিহরি নাবিক ঘর গেল।
পথিক গমন পথ সংসয় ভেল।।
অনতএ পথিক করিঅ পরবাস।
হমে ধনি একলি কন্ত নহিঁ পাস।।
এক চিন্তা অওক মনমথ সোস।
দসমি দসা মোহি কওনক দোস।।
রঅনি ন জাগ সখি জন মোর।
অনুখন সগর নগর ভম চোর।।
তোঁহে তরুনত হম বিরহিনি নারি
উচিতহু বচন উপজ কুল গারি।।
বামা বচন বাম পথ ধাব।
অপন মনোরথ জুগুতি বুঝাব।।
ভনই বিদ্যাপতি নারি সুজানি।
ভনই কএ রখলক দুহু অনুমানি।।