কি কহিব ওয়ি সখি কালা প্রাণনিধি। অনেক পুণ্যের ফলে মিলাইয়াছে বিধি।। সাত পাঁচ সখি মিলি যমুনাতে আসি। কালা নিল জাতিকুল প্রাণিনিশ বাঁশী।। চূড়াএ কদম্ব পুষ্প পত্র সারি সারি। দেখেছি অবধি রূপ পাসরিতে নারি।। চৌদিকে নিকুঞ্জলতা মধ্যেরে যমুনা। তার মাঝে বসিয়াছে নন্দের নন্দনা।। সৈয়দ মর্তুজা কহে শুন প্রাণসখি। এমন বিনোদ রূপ কভু নাহি দেখি।।
keyboard_arrow_right