কি কহব রে সখি কহইতে লাজ।
জোই কয়ল সোই নাগর-রাজ।।
পহিল বয়স মঝু নহি রতিরঙ্গ।
দূতি মিলায়ল কানুক সঙ্গ।।
হেরইতে দেহ মঝু থরহরি কাঁপ।
সোই লুবধ মতি তাহে করু ঝাঁপ।।
চেতন হরল আলিঙ্গন বেলি।
কি কহব কিয়ে করল রস-কেলি।।
হঠ করি নাহ কয়ল জত কাজ।
সো কি কহব ইহ সখিনি সমাজ।
জানসি তব কাহে করসি পুছারি।
সো ধনি জো থির তাহি নেহারি।।
বিদ্যাপতি কহ ন কর তরাস।
ঐসন হোয়ল পহিল বিলাস।।