কুন্দ কি মাল ধটি, লালক মণ্ডিত ততহি নব মালতী মালে। তহি শিখিচন্দ্র মন্দ মন্দ উড়ায়ত কত শত মত্ত অলিকুলে ।। হেরহুঁ রসিয়া নাগর কান। অতি রসে আলসে, অলপ অবলোকনে, তরুণী সর্ব্বস পবাণ।। অঙ্গে অঙ্গে মণি, ভূষণ ঝলমল সৌদামিনি ঘনপুঞ্জে। উবে বনি হার, উদাব অনুপম অমরাধিপ-ধনু গঞ্জে।। লীলা তটিনি, বরণি না পাএছি মন্দ মন্দ গতি ভারে। […]
keyboard_arrow_right