কুটিলা চলিল গোপীদের ঘরে ডাকিয়া আনিতে সভে।
কুটিলা দেখিয়া ব্রজগোপী সব মনে মনে তারা ভাবে।।
পৌর্ণমাসি ভালে গোপীর মণ্ডলে সাক্ষাত করে আসি।
এত শুনি সভে মনে মনে ভাবে জটিলা নিকটে আসি।।
জটিলার ঘরে গোপীগণ আইল তথা।
তোমা সভাকারে আমি কব দুঃখের কথা।।
গোপী বলে তোমার কথা পারিলাম বুঝিতে।
ঘরের কন্দল বটে শুনিব পশ্চাতে।।
আমাদের ঘরে এক আশ্চর্য্য কথন ।
কইলে কথা লাজে মরি একি বিবরণ।।
এত দিন করি বাস এ ব্রজ মণ্ডলে ।
শুতিছিলাম আচম্বিতে মুরলি পরে কোরে।।
সোনা দিয়া মুখ বান্ধা দেখিতে সুন্দর।
বিশাখা বলেন মোর শুনহ উত্তর।।
ওগো আরো সন্ধ্যায় এক পেয়েছি মুরলি।
বিনা দোষ হয় পাছে কলঙ্কের ডালি।।
চিত্রা চম্পকলতা সখিগণ কয়।
আমরা পেয়েছি বাঁশি কে কে লাগে ভয়।।
মকর-মুখ বাঁশি সেই ছিদ্র আছে গায়।
তোদের ঘরে কিবা কথা জটিলা শুধায়।।
সভাকার কথা শুনি অন্তরে গুমরে।
আমাদের ঘরের কথা মিটিয়াছে ঘরে।।
গোবিন্দদাস কহে কে বুঝিতে পারে।
কখন দিলেন কৃষ্ণ মুরলি ঘরে ঘরে।।