• আনন্দি আলো রাই
    আনন্দি আলো রাই। প্রেমের যৌবন দিয়া বন্ধের রূপ চাই।। বলাইয়া বুলেরে সমাই না ভাসিও লজ্জা । প্রেম ডালি আনি নিতাই কর বন্ধের সজ্জা।। আসিব পরাণের নাথ করিব কুশল । কালা বসন কলিকালে না হয় বিকল।। চৈতন্যরে বুলাইয়া নিতাইর কাছে বইও। দম নিরখিয়া দেখ গুলাম হুছন কয়।। keyboard_arrow_right
  • আলো রাই সঙ্গে নি নিবায় মোরে
    আলো রাই সঙ্গে নি নিবায় মোরে। হরির সঙ্গে রাধা সখী রাই করয়ে বিহার।। হরির পদে নেও মোরে সঙ্গেতে তোমার। আকাষ্ঠা কাষ্ঠের নাওখানি যবুনার মাঝ। কাঞ্চাকুরা কালা নিশান সুধু রাধার সাজ।। আখির মাঝে আখিগুলি রাই নিরখিয়া চাও। নায়ের মাঝে আছে হরি চরণে নেপুর দিও।। কর্ণের মাঝে কর্ণ দিয়া রাই নাসিকায় দাঁড় বাইও। মুখের মাঝে মুখ দিয়া […] keyboard_arrow_right
  • ধরাইয়া ধরাইয়া নাও বাইওরে ও ভাই নাইয়া
    ধরাইয়া ধরাইয়া নাও বাইওরে ও ভাই নাইয়া, ধরাইয়া ধরাইয়া নাও বাইও।। দু ধারুয়া নাও গলইয়ে দুইটী ফুল। সাগরে ভাসাইয়া নাও সাধুয়ে না পায় কূল।। ভাঙ্গা গুড়া পানুয়া বৈঠা গলইয়ে বসি বাইয়। পুটি পুটি পালাও পানি কাণ্ডারির দিকে চাইও ।। আকাষ্ঠা নাও খানি মূর নাই তার দঢ়। যবুনার তরঙ্গ দেখি ভয় বাসি বড়।। প্রেমের গুণ দিয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ