ধরাইয়া ধরাইয়া নাও বাইওরে ও ভাই নাইয়া, ধরাইয়া ধরাইয়া নাও বাইও।।
দু ধারুয়া নাও গলইয়ে দুইটী ফুল। সাগরে ভাসাইয়া নাও সাধুয়ে না পায় কূল।।
ভাঙ্গা গুড়া পানুয়া বৈঠা গলইয়ে বসি বাইয়। পুটি পুটি পালাও পানি কাণ্ডারির দিকে চাইও ।।
আকাষ্ঠা নাও খানি মূর নাই তার দঢ়। যবুনার তরঙ্গ দেখি ভয় বাসি বড়।।
প্রেমের গুণ দিয়া নায়ের গলইয়ে দিও পাড়া। নিতি নিতি আইসে চর যাইবার পড়িল ছাড়া।।
গুলাম হুছনে কহে বচন মধুর । যার নায়ে প্রেমের ভরা ও মুর্শিদ না হয় দূর।।