• তোরা দেখ আসিয়া ললিতে
    তোরা দেখ আসিয়া ললিতে, ঐ নাকি শ্যাম বাজায় বাঁশী কদমতলাতে। ধু শ্যামের বাঁশীর সুর প্রাণ নিল মোর কেমনে থাকি ঘরেতে।। কাল হইল সই বাঁশীর ধ্বনি ও সই ধৈর্য তা না মানে প্রাণী। নারীর যৌবন লইয়া টানাটানি দাগ লাগাইলাম কুলেতে।। শ্যামের অঙ্গে স্বর্ণমাখা ও তার কপালে তিলকের রেখা। ও সে ভঙ্গিমাতে দিল দেখা রমণীর মন ভুলাইতে।। […] keyboard_arrow_right
  • দাসীর নাম লিখ চরণে
    দাসীর নাম লিখ চরণে, রে শ্যাম নাম লিখ চরণে। ধু এগো চরণ পানে শরণ হইলে দাসীরে পড়ব মনে।। প্রেমের আশে রহিলাম বসে নিশি জাগরণে, নিশি জাগরণে। এগো আইল না মোর সোনা বন্ধু মজিয়াছে কার সনে গো।। কার কাছে কই মনের দুঃখ বল গো সখীগণে, বল গো সখীগণে। এগো কে আনিয়া দিত বন্ধু নিশিতে গোপনে।। বসন […] keyboard_arrow_right
  • পাইমুনি শ্যাম কালা গো সই
    পাইমুনি শ্যাম কালা গো সই, পাইমুনি শ্যাম কালা। ধু এগো যারে ভাবি রাত্রদিনে মন হইছে বাহুলা গো।। থাকে যদি বন্ধের মনে কহি গো সরলা, কহি গো সরলা। এগো ভোর নিশিতে দিত দেখা আসিয়া একেলা।। পায়ে ধরি গো সহচরী বন্ধু আনি মিলা, বন্ধু আনি মিলা। এগো তুমরারে করিমু দান বিনা সূতের মালা।। পাগল মিয়াধনে বলে প্রেম […] keyboard_arrow_right
  • প্রাণ ললিতা তোরা যাওগো
    প্রাণ ললিতা তোরা যাওগো, বন্ধুরে আনিয়া দেও ত্বরা। ধু আমি দাসী চির দোষী শ্যাম পিরীতের মারা গো।। ললিতা বিশখা সখী গো ত্বরা করি। আনিয়া দেও মোর প্রাণ বন্ধুরে দেখি নয়ন ভরি গো।। আমার বন্ধু প্রেম রসিক প্রেমভক্ত আছে। এগো ভক্ত পাইলে আদর করিয়া প্রেম যাচে গো।। নূতন যৌবন আমার কেমন কেমন করে। এগো আসলে বন্ধু […] keyboard_arrow_right
  • শুধু নাম জপ নিরালা গো
    শুধু নাম জপ নিরালা গো, কালার নাম সার কর গলের মালা। ধু এগো কালার নামের আশে কাশে জীবন অন্ত বেলা।। সহজ ভজন প্রেমালিঙ্গন কালায় প্রকাশিলা। এগো রাধাকানু দুইজন কইলা প্রেম লীলা গো।। সবে বলে কানু কালা রাধা রূপবতী। এগো তবু না ছাড়ল রাধিকা কালার পিরীতি।। পাগল মিয়াধন বলে কালার নামটি স্মরি। এগো মৃত্যুপদে থাকে যে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ