• সবে বলে লালন ফকীর হিন্দু কি যবন
    সবে বলে, লালন ফকীর হিন্দু কি যবন। লালন বলে, আমার আমি না জানি সন্ধান।। একই ঘাটে আসা-যাওয়া, একই পাটনী দিচ্ছে খেওয়া। কেউ খায় না কার ছোঁওয়া, বিভিন্ন জল কে কোথায় পান।। বেদ -পুরাণে করেছে জারী যবনের সাঁই হিন্দুর হরি। লালন বলে, তাও বুঝতে নারি ইরূপ সৃষ্টি করলেন কিরূপ প্রমাণ।। বিবিদের নাই মুসলমানী, পৈতা নাই যার […] keyboard_arrow_right
  • সাঁই আমার কখন খেলে কোন্‌ খেলা
    সাঁই আমার কখন খেলে কোন্‌ খেলা। জীবের কি সাধ্য আছে তাই বলা।। কখনো ধরে আকার, কখনো হয় নিরাকার। কেউ বলে সাকার, কেউ নিরাকার, অপার ভেবে হই ঘোলা।। অবতার অবতারী সে তো স্বভাবে তারি। দেখো জগৎ ভরি এক চাঁদে হয় উজলা।। ভাণ্ড বেভাণ্ড মাঝে সাঁইবিনে কি খেল আছে। লালন কয় নাম ধরেছে কৃষ্ণ করিম কালা।। keyboard_arrow_right
  • সামান্যে কি অধর চাঁদ পাবে
    সামান্যে কি অধর চাঁদ পাবে। যার লেগে হল যোগী দেবের দেব মহাদেবে।। ভাব জেনে ভাব না দিলে তখন বৃথা যাবে সে ভক্তি ভজন বাঞ্ছা যদি হয় সে চরণ ভাব দে না সে ভাবে।। যে ভাবে সব গোপিনীরা হয়েছিল পাগলপারা চরণ চিনে তেমনি ধারা ভাব দিতে (তায়) হবে।। নি-হেতু ভজ গোপিকার; তাইতে সদায় বাঁধা নটবর লালন […] keyboard_arrow_right
  • সামান্যে কি তার মর্ম জানা যায়
    সামান্যে কি তার মর্ম জানা যায়। যে ভাবে অটল হরি এলো নদীয়ায়।। জীব তরান অংশ হইতে, বাঞ্ছা তার নিজে আসিতে। আর বাঞ্ছা হ’লো অদ্বৈতের বাঞ্ছায়।। শুনে অদ্বৈতের হুহুঙ্কারি এলেন কৃষ্ণ নদে পুরী। বেদেরো অগোচর তারি, সেই লীলে হয়।। ধন্য রে গৌর-অবতার, কলিকালে হ’লো প্রচার। কলির জীব পাইল নিস্তার, লালন গোল বাধায়।। keyboard_arrow_right
  • সামান্যে কি সে ধন পাবে
    সামান্যে কি সে ধন পাবে। দীনের অধীন হয়ে সাধিতে হবে।। সাধন-পথে কি না হলো বাদশারা বাদশাই ছাড়িল । কুলবতীর কুল গেল কালারে ভেবে।। কত কত মুনি-ঋষি যুগ-যুগান্তর বনবাসী। পাব বলে কালশশী বসিয়ে তপে।। গুরুপদে কত জনা বিনামূল্যে হ’য়ে কেনা। করে গুরুর দাস্যপনা সে ধনের লোভে।। চরণ-ধনের যারো আশা অন্য ধনের না লালসা। লালন ভেড়ের বুদ্ধিনাশা […] keyboard_arrow_right
  • সামান্যে কি সে প্রেম হবে
    সামান্যে কি সে প্রেম হবে। গুরু পরশিলে আপনি প্রেম উদয় দিবে।। যে প্রেমে রাই হরে কৃষ্ণের মন, অকৈতব সে প্রেমেরি কারণ, যোগ্য অনুসর মর্ম জানে তার অযোগ্য পাত্রে কি সে ভাব সম্ভবে।। বলবো কি সেই প্রেমের বাণী, কামে থেকে হয় নিষ্কামী। সে যে শুদ্ধ সহজ রস করিয়ে বিশ্বাস, দোঁহার মন করে দোঁহার ভাবে।। কমলিনী প্রফুল্ল-বদন, […] keyboard_arrow_right
  • সে পরশের জোর যে পরশ সে পরশ চিনিলে না
    সে পরশের জোর যে পরশ সে পরশ চিনিলে না। সামান্য পরশের গুণ লোহার কাছে গেল জানা।। পরশমণি স্বরূপ গোঁসাই সে পরশের তুলনা নাই। পরশিবে যে জনা তাই ঘুচিবে জঠর-যন্ত্রণা।। কুমীরেতে পরকে যেমন ধরায় সে আপন ধরন। পরশে জানিবে মন এমনি যেন পরশে সোনা।। ব্রজের ঐ জলদ কালো যে পরশে পরশ হ’লো। লালন বলে, মন রে […] keyboard_arrow_right
  • সে কালার প্রেম করা কথার কথা নয়
    সে কালার প্রেম করা কথার কথা নয়। ভাল হইলে ভালই, ভাল নইলে ল্যাঠা হয়।। সামান্যে কি এ জগতে পারে কি কেউ প্রেম মজিতে প্রেমী নাম পাড়ায়ে, মিছে দুকূল হারায়। এক প্রেমের ভাব অশেষ প্রকার প্রাপ্তি হয় সে ভাব অনুসার। ভাব জেনে ভাব না দিলে তার প্রেমে কি ফল পায়।। গোপী যেমন প্রেম আচরি যাতে রাধা […] keyboard_arrow_right
  • সে কোন্‌ মানুষ এসে এই দেহে বইসে
    সে কোন্‌ মানুষ এসে এই দেহে বইসে –আবার মন-মানুষকে চেতন দিতেছে। ও সে কে দিল বীজ ও তার না হয় হদিছ, তাইতে ব্রহ্মা-বিষ্ণু-শিব তাইতে জপতেছে। সেই সে মানুষ পঞ্চ আত্মা হয়–ও ফকির লালন তাই কয়, সে পঞ্চ আত্মা হইয়া জীব আত্মাকে চেতন রেখেছে।। keyboard_arrow_right
  • সে ধন কি পড়লে মেলে
    সে ধন কি পড়লে মেলে। হরি ভক্তের অধীন কালাকালে।। ভক্তের বড় পণ্ডিত নয় প্রমাণ তারে প্রহ্লাদে কয়, যারে আপনি কৃষ্ণের গোঁসাই অগ্নির কুণ্ড বাঁচাইলে।। বল রে একটা পশু বই নয়, ভক্ত হনুমান তারে কয় রাম-রূপ সে কৃষ্ণ-রূপ ধরায় অ-ভক্তের দেয় না দেখা।। কেবল শুদ্ধ ভক্তের সখা তারে শুধু দেয় গো দেখা লালন ভেড়ের স্বভাব বাঁকা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ