সে ভাব কি সবাই জানে। যে ভাবে শ্যাম আছে বাঁধা গোপীর সনে।। গোপীপ্রেম জানে কারা শুদ্ধ রসেয় ভ্রমরা যারা, গোপীর পাপ-পুণ্যের জ্ঞান থাকে না কৃষ্ণ দরশনে।। গোপী অনুগত যারা ব্রজের সে ভাব জানে তারা, তারাই জানে অধর ধরা গোপীর সনে।। টলে জীব, অটলে ঈশ্বর, তা জানলেই কি হয় রসিক নাগর, লালন কয়, রসিক বিভোর রস […]
keyboard_arrow_right