• সে নিমাই কি ভোলা ছেলে হবে
    সে নিমাই কি ভোলা ছেলে হবে। ভুলেছে ভারতীয় কথায় এমন কথা কেন বলে সবে।। যখন ব্রজবাসী ছিল ব্রজের সব ভুলাইল। সে নাগর নদেয় এলো দেখনা রে কারে না ভোলাবে।। আপনি হয়ে কপট ভোলা ত্রিজগতের মন ছলা। কে বুঝে তার লীলা খেলা বুঝতে গেলে সেই যে ভুলে যাবে।। তারে ছেলে বলে যে লোক-সকল সে পাগল তার […] keyboard_arrow_right
  • সে প্রেম গুরু জানাও আমায়
    সে প্রেম গুরু জানাও আমায়। আমার মনের কৈতব-আদি যাতে ঘুচে যায়।। দাসীকে আজ নিদয় হয়ো না, দাও হে কিঞ্চিৎ প্রেম উপাসনা। ব্রজে । জলদ কালো গৌরাঙ্গ হলো কোন্‌ প্রেম সেধে, সে বাঁকা শ্যামরায়।। পুরুষ কোন্‌ দিন সহজ ঘটে, তাই জানলে সন্দ যায় মিটে। তবে ত জানি প্রেমের করণি, সহজে সহজে লেনা-দেনা হয়।। কোন্‌ প্রেমে সব […] keyboard_arrow_right
  • সে প্রেম সামান্যেতে কি জানা যায়
    সে প্রেম সামান্যেতে কি জানা যায়। সে প্রেম সেধে গৌর শ্যামরায়।। দেবের দেব পঞ্চাননে, জেনেছিল সেই এক জনে শক্তির আসন বুকে দেয় সে মহাশয়।। প্রেমী একজন চণ্ডীদাসে, বিকালো রজকী-পাশে, মরিয়ে জীবন সে, দান পায়।। ম’রে যদি ডুবতে পারে সে প্রেম গুরু জানায় তারে, সিরাজ সাঁই কয়, লালন তোরে তাই জানাই।। keyboard_arrow_right
  • সে প্রেম সামান্যেতে কি রাখা যায়
    সে প্রেম সামান্যেতে কি রাখা যায়। প্রেমে মজিলে ধর্মাধর্ম ছাড়তে হয়।। দেখ রে প্রেমের লেগে হরি দিলেন দাসখত লিখে, ষড়ৈশ্বর্য ত্যজিয়ে সেজে কাঙ্গাল হয়ে এলো নদীয়ায়।। ব্রজে ছিল জলদ কাল, প্রেম সেধে গৌরাঙ্গ হল, সে প্রেম কি সামান্য বল যে প্রেমের রসিক দয়াময়।। প্রেম-পীরিতের এমনি ধারা এক মরণে দুইজন মরা, ধর্মাধর্ম চায় না তারা, লালন […] keyboard_arrow_right
  • সে ভাব কি সবাই জানে
    সে ভাব কি সবাই জানে। যে ভাবে শ্যাম আছে বাঁধা গোপীর সনে।। গোপীপ্রেম জানে কারা শুদ্ধ রসেয় ভ্রমরা যারা, গোপীর পাপ-পুণ্যের জ্ঞান থাকে না কৃষ্ণ দরশনে।। গোপী অনুগত যারা ব্রজের সে ভাব জানে তারা, তারাই জানে অধর ধরা গোপীর সনে।। টলে জীব, অটলে ঈশ্বর, তা জানলেই কি হয় রসিক নাগর, লালন কয়, রসিক বিভোর রস […] keyboard_arrow_right
  • সেই কালাচাঁদ নদেয় এসেছে
    সেই কালাচাঁদ নদেয় এসেছে। সে না বাজিয়ে বাঁশী ফিরতো সদায় ব্রজাঙ্গনার কুল-নাশে।। যদি মজবি ও কালার পীরিতি, আগে জান্‌গে উহার কেমনে রীতি। উহার প্রেম করা নয় প্রাণে মরা অনুমানে বুঝিয়েছে।। যদি রাজ্য ও পদে কেউ দেয় তবু ও কালার মন না পাওয়া যায়। রাধা ব’লে বাজে বাঁশী এখন তারে কত কাঁদিয়েছে।। ও না ব্রজে ছিল […] keyboard_arrow_right
  • হতে চাও হুজুরের দাসী
    হতে চাও হুজুরের দাসী। মনে গোল ত পোরা রাশি রাশি। না জান সেবা সাধনা, না জান প্রেম উপাসনা, সদাই দেখি ইতর পনা, প্রভু রাজি হবে কিসি ? কেশ বেঁধে বেশ করিলে কি হয় রস বোধ না যদি রয়, রসবতী কে তারে কয়, কেবল মুখে কাষ্ঠ হাসি। কৃষ্ণপদে গোপী সুজন। করেছিল দাস্য সেবন, লালন বলে তাই […] keyboard_arrow_right
  • হরি কাঁদে হরি ব’লে কেনে
    হরি কাঁদে হরি ব’লে কেনে। ধারা বহে দুনয়ানে।। হরি ব’লে হরি ভোরা, নয়নে বয় জলধারা, জানি কি ছলে এসেছে গোরা এই নদীয়ার ভুবনে।। মোরা যত পুরুষ নারী, দেখিতে আইলাম হরি, হরিকে হরিল হরি, জানি সেই হরি কোনখানে।। গৌর হরি দেখে এবার কত পুরুষ নারী ছেড়ে যায় ঘর। জানি সেই হরি কি করে এবার ও তাই […] keyboard_arrow_right
  • হৃদয় ও পিঞ্জিরায় বসে ও রাধাকৃষ্ণ
    হৃদয় ও পিঞ্জিরায় বসে, ও রাধাকৃষ্ণ বলে না, ঐ নাম তুমি বল আমি শুনি–আমি বলি নাম তুমি বসে শোন না। আবার ষোল নাম বত্রিশ অক্ষরে আটাইশ অক্ষর দেওগা ছেড়ে– ঐ নাম সাধু জান,জীবে জানে না। সে নামেতে দুঃখ হরে ডাক ঐ নাম বারে বারে, রাধার নামটি চার অক্ষরে, লালন বলে, ঐ নাম কেউ জানে না। keyboard_arrow_right
  • 1
  • 20
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ