• মুর্শিদবাণী সত্যজানি জপরে নাম নিরলে
    মুর্শিদবাণী সত্যজানি, জপরে নাম নিরলে, দমকলে, প্রাণবন্ধের কৃপা নি মিলে। ধু তিন তারে চালায়ে খবর, ছয় থানাতে নজর কর, পঞ্চঘরে হীরা লাল গাঁথুনী, কিরে হায় হায় হায়। ওগো বিন্দুবারি স্নান করি, রূপ-সিন্ধুর মিশ গে জলে। (দমকলে) জপ নাম শক্ত মনে, নিশিকাল অবসানে, দিন রজনী ঐ চরণের আশে, কিরে হায় হায় হায়, ওগো নিরানন্দে রাখে তোমায়, […] keyboard_arrow_right
  • মূক্তি আছে সুরধুনী কূলে বা কালিয়ার কানু
    মূক্তি আছে সুরধুনী কূলে বা কালিয়ার কানু মুক্তি আছে সুরধুনী কূলে। গঙ্গা ও যমুনার জল, তাতে সুধা নিরমল, কংস আছে তার পাটে বসি। কুলবধূ দেশওয়ালিনী, আনিতে যমুনারি পানি গেল ঠেকে যশোদা মন্দিরে। কংস হাতে নিয়ে বাঁশী, ফুঁকে তার হাসি হাসি, ভুলায় যত রমণীর মন। নন্দিনী রূপসী সনে, বেহার করে সখিগণে, ক্ষণে বসে তমালের তলে। ধন-মান-প্রাণ […] keyboard_arrow_right
  • যমুনা পুলিনে থাকি ডাকি নাথ আয়রে আয়
    যমুনা পুলিনে থাকি; ডাকি নাথ আয়রে আয়, হারে প্রাণের বন্ধে না চায়। আমি অতি অপরাধী, চতুর্দিকে আছে বাদী, ডাকি তোমায় নিরবধি, নিরাপদে রাখিবায়। তোমার আমার সুদের কষা, কম পড়িলে রতিমাষা, অঞ্চলে ঢাকিয়ে মুখ, ভ্রুকুটী দেখাও আমায়। তুমি আমার মন মহাজন, আমি হেন ঐ ক্ষুদ্রজন, লাভে মূলে করে পতন, বাকী রৈল মোট জমায়। ওহে নাথ কৃপা […] keyboard_arrow_right
  • রাখাল আমার আছে কারসনে রে
    রাখাল আমার আছে কারসনে রে নগরবাসী, গোপাল আমার রৈল কোন বনে। দিনমণি অস্ত গেল মন্দির হৈল খালি যশোদা আসিবে ঘরে দিল হাতে তালি, ( রে নগরবাসী) আজি গেল কাল গেল হৈল কত কাল চণ্ডালিনী সনে পীরিত ঘটিল জঞ্জাল। (রে নগরবাসী) বনে বনে ঘুরে সদা নাহি রাখে ডর গোট ধেনু হারিয়ে পীরিত করিল বিস্তর। (রে নগরবাসী) […] keyboard_arrow_right
  • রে কালিয়ার কানু নাগরের পীরিত ছাড়ে
    রে কালিয়ার কানু, নাগরের পীরিত ছাড়ে হাতে ধর বেণু, অরি সনে বনে যাও ধেনু তোমার সঙ্গে, অষ্ট অলংকার পরা আছে তোমার অঙ্গে। (রে কালিয়ার কানু) ধেনু বেণু অলংকার রাখিয়ে কানাই, কাম সাগরে ঝাম্প দিল খেলিবারে লাই। (রে কালিয়ার কানু) খেলনাতে মত্ত হয়ে বেলা হ’ল শেষ, অনুরাগে উঠল বধূ আলো শিরের বেশ। বেশরবাঁশী যথা ছিল নাপায় […] keyboard_arrow_right
  • সজনী রজনীর যোগে কোন কলে
    সজনী রজনীর যোগে, কোন কলে বাজেরে বংশী ধ্বনি, কুঞ্জবনে দীপ্তি জ্বালি, বেণী টানে বনমালী, হালিয়ে ঢলিয়ে পড়ে অবলা নন্দিনী। দশ সখী সঙ্গে আনি প্রবেশিল কংস রাণী, ঘিরিয়ে রাখিল তারা, ঐ মোহন বাঁশী ধ্বনি। কংস রাণীর ধ্বংস চিত, তার যত কু-চরিত, তালি দিয়ে ভঙ্গ করে ঐ সুখেরি যামিনী। মুখেতে অমৃত ভরা, অমৃতে গরল ছারা, গালেতে ঢালিয়ে […] keyboard_arrow_right
  • সজনী তোর ভাল নাহয় রীতি
    সজনী তোর ভাল নাহয় রীতি, গোপালসনে মাঠে আসি ভাঙ্গিলে পীরিতি । হে অঙ্গের মাধুরী তোর খেয়েছে সব ঘূণে, নাজানি কার প্রেমে মজে আছ নিগূঢ় বনে। হে সখীসনে বেহারকর ধামালী খেলাও কল্প-তরু পানে কিছু ফিরিয়ে নাচাও। হে কালেকালে হবেরে তোর হস্তে গলে বন্ধ,যশোদা মন্দিরে গেলে আঁখি হবে অন্ধ হে। ভূতালয় ভূতের সনে কর উলামেলা, গোপাল তোমার […] keyboard_arrow_right
  • সারথী লইয়ে তোর নাগর গেল বনে
    সারথী লইয়ে তোর নাগর গেল বনে, ওলো দূতী, আজি ভাল না দেখিল গতি। ধু কানাই ঠাকুর বনে গেল হরষিত চিত, নগরের নাগরী যত গাইতে রৈল গীত। (ওলো দূতী) খেমটা খেয়াল চৌপা ধামাল দেয় শত শত, সারথী করিল তারা অপনার মত। (ওলো দূতী) কেহ হাতে কাঙ্কন দেয়, কেহ আনে শাড়ি, বধূরে সাজায়ে তারা ফিরে বাড়ী বাড়ী […] keyboard_arrow_right
  • হুঁ শইয়ারে, চালাও দাঁড় বাদায়
    হুঁ শইয়ারে, চালাও দাঁড় বাদায় রসি টাইনে ওগো সজনী, সন্ধানে বাঁচাও জীবন তরণী। আকাই, হুঁশাই, শুকাই, ছবাই, বাইছা নিয়ে সাধু, ভব সাগরে দিল পাড়ি সঙ্গে নিয়ে বধূ। (ওলো সজনী) কাম-ক্রোধ মোহ-লোভ অরি আছে সাথে, সাধুর হাতে কুলবধূ চায় কাইড়ে নিতে। (ওলো সজনী) এক সখী উঠে বলে আনার নাই সে ডর, সাধুর কোলে কুলবধূ ভাঙ্গিব বেশর। […] keyboard_arrow_right
  • হের লো সজনী তমাল হেলিয়ে
    হের লো সজনী তমাল হেলিয়ে, অনাহত বীণা-ধ্বনি বাজায় কুঞ্জে বসিয়ে। বৃন্দাবনে ফুলের বাগান চিকণ কালা ডালে, দেখলে তারে ফুলের কলি আপনি আপন মেলে গো। (হের লো সজনী) রসময় পুষ্পমালা ধরে নানা রঙ, দেখতে গেল না দেয় দেখা করে নানা ঢং গো। (হের লো সজনী) হিল্লোলে টলিয়ে তারে নেয় উড়াইয়ে, নব কোঠা তালা দাও দেখ্‌বে তার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ