রে কালিয়ার কানু, নাগরের পীরিত ছাড়ে হাতে ধর বেণু,
অরি সনে বনে যাও ধেনু তোমার সঙ্গে,
অষ্ট অলংকার পরা আছে তোমার অঙ্গে। (রে কালিয়ার কানু)
ধেনু বেণু অলংকার রাখিয়ে কানাই,
কাম সাগরে ঝাম্প দিল খেলিবারে লাই। (রে কালিয়ার কানু)
খেলনাতে মত্ত হয়ে বেলা হ’ল শেষ, অনুরাগে উঠল বধূ আলো শিরের বেশ।
বেশরবাঁশী যথা ছিল নাপায় খুঁজিয়ে, কবলী ধেনু গোঠের বাছুর গিয়েছে হারিয়ে।
সন্ধ্যাহ’ল গোঠ চলিল হাম্বারব বলি, রাখালসনে, গোপাল আইল বাছুর রৈল খালি।
হারে কানু কোথা বেণু এ ছিল কি মনে, এমন সোনার বাছুর হারিলে কোন বনে।
ভেরী হারি কানাই ঠাকুর হইল অসতী, বাছুর হারিয়ে গেল কংসের পীরিতি।
বাজাওবাঁশী মন উদাসী গণে সর্বক্ষণ বংশী স্বরে বাছুর আইব বলিল হুছন ।