রে কুটিলে দেখা আমায় এত নয় নীলমণি।
হেরি প্রত্যক্ষেতে নিকুঞ্জেতে শম্ভুহৃদয়বাসিনী।।
রাধারে অসিত জ্ঞান সদা কর মনে।
কালি-পদ পূজে রাই আসিয়া নির্জ্জনে।।
করিতে কুম্ভের তত্ত্ব পেলেন পরামর্শ।
সতি সাধ্য রাই আমার হলেম রাই হতে কৃতার্থ।
আর যদি কলিঙ্কিনি বলহ রাধার।
খড়্গেতে কাটিয়া মাথা দিব জয় মার।।
খরসান দেখি ধনি উড়িল পরাণ।
স্তব সাঙ্গ করি গৃহে চলিল আয়ান।।
স্তব করি আয়ান তখন ভবনে চলিল।
গোবিন্দদাসের মনে আনন্দ বাঢ়িল।।