• মোরে দূর রাখিও না গো প্রাণ হরি
    মোরে দূর রাখিও না গো, প্রাণ হরি। সাক্ষাতে না রাখলে মরি, জ্বালায়ে প্রেমেরি গো প্রাণ হরি।। কাকুতি মিনতি করি, আমি যে তোমারি। আকাঙ্ক্ষা মোর পূর্ণ কর, থাকতাম চরণ ধরি গো।। দিনে রাইতে তোমার লাগিয়া, মনে প্রাণে ঝুরি। আমি তো হইয়াছি তোমার প্রেমের ভিখারী গো।। মাথে মোর দেও প্রভু চরণ তোমারি। জন্ম নাহি হউক মোর, সদায় […] keyboard_arrow_right
  • সাধের হু হু হু হু হু হু রে তোর
    সাধের হু হু হু হু হু হু রে তোর মাঝে এতই আল্লার খেলা। আল্লার নাম বিনে কিছু নাহি লাগে ভালা।। ছয় লতিফায় মার জের্ব এক দিল ভাবিয়া। ছাপ হইলে দেখিবায় শ্যাম বিনোদিয়া।। নাম ধরি টান দিয়া, দম ভিতরে নিও। আহ্লাদে বন্ধুয়ার নাম হৃদয়েতে লইও।। দম ছুড়িতে জরব করিও হু হু করিয়া। দিলের উপর মারিও জর্ব […] keyboard_arrow_right
  • সুন্দরী রাধে গো তোর কানাইয়া যাইবে ছাড়ি
    সুন্দরী রাধে গো তোর, কানাইয়া যাইবে ছাড়ি। তাই ভাবিয়া হাছন, রাজা, ফিরে বাড়ী বাড়ী।। কানাইয়া ছাড়িয়া গেলে, লোকে বলবে এড়ি। কানাইয়ারে বান্ধিয়া রাখ, পায়ে দিয়া দড়ি।। মধুপুরে যাইব কানাই, আমার আছে জানা। গেলে পরে না আসিব, হইবায় তুমি ফানা।। শীঘ্র করি বান্ধ রাধে, পায়ে দেও তার বেড়ি। বান্ধাবার লাগি হাছন রাজায়, করে লড়ালড়ি।। গেলে না […] keyboard_arrow_right
  • সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল
    সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল। দেওয়ানা বানাইল মোরে, পাগল করিল।। আর না জানি কি মন্ত্র পড়িয়ে, যাদু করিল।। কিবা ক্ষেণে হইল আমার, তার সঙ্গে দেখা। অংশীদার নাইরে তার সে ত হয় একা।। রূপের ঝলক দেখিয়ে তার, আমি হইলাম ফানা। সে অবধি লাগল আমার, শ্যাম পিরীতের টানা।। হাছন রাজা হইল পাগল, লোকের হইল জানা। নাচে নাচে, […] keyboard_arrow_right
  • সোনা রাধে সোনা রাধে গো
    সোনা রাধে, সোনা রাধে গো; আমার মন কেন তোর কাঙ্গালিনী। আড় নয়নে চাইয়া কেন, লইয়া যাও মোরে প্রাণী।। চান্দ মুখ দেখিয়া তোমার বাঁচিতে না পারি। আমি তো হইয়াছি তোমার প্রেমের ভিখারী।। আমি যে পাগল তোমার, হইছে জানাজানি।। ঘরে ঘরে আরি পরিয়ে, করে কানাকানি। শুন শুন এগো রাধা, তুমি জগৎরাণী। রাধা বলিয়ে হিন্দুয়ে ডাকে, আামি নাহি […] keyboard_arrow_right
  • হরির নামে কীর্তন কর সবে গো
    হরির নামে কীর্তন কর সবে গো প্রাণসই হরির নামে কীর্তন কর সবে। হরির নামে কীর্তন করলে, হরিয়ে কোল লবে গো সজনী সই।। বাঁজা ঢোল, বাঁজা তবল, বাজারে করতাল। হরির নামে উঠিয়া নাচ দিয়া তোরা ফাল গো সজনী সই।। হাছন রাজায় কীর্তন করে হাততালী দিয়া। এরে দেখিয়া হাস্‌তে আছে হাছন রাজার প্রিয়া গো সজনী সই।। খেমটা […] keyboard_arrow_right
  • হাছন রাজা প্রেমের মানুষ
    হাছন রাজা প্রেমের মানুষ, প্রেমের নাচন নাচন করে। হরিবল মন, হরিবল মন বিকিয়ে হরির প্রেমবাজারে।। হাছন রাজা বিকিয়ে আছে হরির নামে প্রেম বাজারে। হরির নামে কীর্তন করিয়ে, সব বেড়ায় ঘুরে ঘুরে।। হাছন রাজা নিমন্ত্রণ করে, আইসরে ভাই প্রেমবাজারে। তুমি আমি সব মিলিয়ে, প্রেম বিলাব ঘরে ঘরে।। হাছন রাজা যুক্তি করে, প্রেমিক চল যাই নগরে। অপ্রেমিক […] keyboard_arrow_right
  • হায়রে বন্ধু কালাচান্দ তোমার লাগিয়া
    হায়রে বন্ধু কালাচান্দ, তোমার লাগিয়া গেল প্রাণ রে। হায়রে ! তোমার লাগিয়া, গেল মোর জান রে।। তোমার মায়ায় মজিয়া, তোমার চরণ ভজিয়া। গেল গেল কুল মানরে। হইলাম তোমার কলঙ্কিনী, লোকের হইল জানাজানি। (আরে) ঘরে ঘরে করে কানাকানি রে।। দেশে খেসে মুখ চাইয়া হাসে, কেহ নাহি ভালবাসে। লজ্জায় না যাই, তাদের পাশে রে।। চাই না আমি […] keyboard_arrow_right
  • হেরিয়ে হরি মুররী ধারী
    হেরিয়ে হরি মুররী ধারী, গৃহে রইতে নারি রে। ভুলি ভুলি করি মনে, ভুলিতে না পারি রে।। ময় যো গেয়া কদমতলা, দেখা বাঁকা চিকণকালা। গলেতে ফুলের মালা, মুখে মধূর হাসি রে।। কপালে চন্দন মাখা, আর শ্যামের নয়ন বাঁকা। হেরিয়ে প্রাণ না যায় রাখা, প্রাণ নিল হরি রে।। হাতে বংশী, মাখে পাখা, জুলফওছে কান আছে ঢাকা। মম […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ