হায়রে বন্ধু কালাচান্দ, তোমার লাগিয়া গেল প্রাণ রে।
হায়রে ! তোমার লাগিয়া, গেল মোর জান রে।।
তোমার মায়ায় মজিয়া, তোমার চরণ ভজিয়া। গেল গেল কুল মানরে।
হইলাম তোমার কলঙ্কিনী, লোকের হইল জানাজানি।
(আরে) ঘরে ঘরে করে কানাকানি রে।।
দেশে খেসে মুখ চাইয়া হাসে, কেহ নাহি ভালবাসে।
লজ্জায় না যাই, তাদের পাশে রে।।
চাই না আমি ভাই বন্ধু চাই না মুসলমান হিন্দু। কেবল চাই তোমার চরণ রে।।
হাছন রাজার মনের আশ, থাক্‌তাম আমি তোমার পাশ।
চিরকালের হইতাম দাস রে।।