হায়রে বন্ধু গেল মোর রসের যৌবন। না দেখিয়া প্রাণনাথ ব্যাকুল মন।।
আইস বন্ধু রসিয়া, কোথায় রহিলায় গিয়া। ডাকি আমি আকুলিত হৈয়া।।
নিরলে আসনে বসি ঝুরি আমি কর্মনাশী। আইস বন্ধু চিকন কালিয়া।।
ছাড়িয়া না যাও মোরে, বিনয়েতে বলি তোরে। প্রাণঝুরে তোর প্রেম দায়।।
আকুলিত হৈল মন দেও আসি দরশন। তোর প্রেমে মোর প্রাণি যায়।।
অন্তর দগধে মোর, দয়া না হইল তোর। গেল মোর রসের যৌবন।
যৌবন থাকিতে মোর, না আসিল প্রাণেশ্বর। এ দুখেতে ত্যজিমু জীবন।
যৌবন গইয়া গেলে বন্ধুয়া আসিয়া মিলে। পরকালে কি হৈব তার।।
ঝরিয়া গেল ফুল, ভ্রমরায় না করে রুল কিনা দোষে বিনশিয়া যায়।।
ক্ষমা কর অপরাধ, পূরাও মনের সাধ। আইস বন্ধু প্রাণের সাগর।।
ডাকি আমি অপরাধী দরশন দেও যদি, দুঃখ মোর যাইবে অন্তরের।।
ত্রিপুনীর ঘাটে আসি যেন পূর্ণিমার শশী, আনন্দে খেলাও তুমি রঙ্গেরে।।
দরদশন দেওমোরে মিনতি করিতে তোরে, আইস প্রতুডাকে শিতালঙ্গেরে।।