হায়রে কোকিল ডাকিস নারে ডাকিস নারে
কুহু কুহু বলিস নারে, আমি কই তোরে,
ও যেমন কুলস্বর্গ আখের স্বর, কে ‘মা’ বলবে আর
ও সারা রাত রইসে কান্দি আমি এই ঘরে, কোকিল ভুই ডাকিস কেন বনে,
পুত্রশোক উঠে মনে, কত সয় মায়ের প্রাণে; ওরে কোকিল রে ;
ও যেমন দৈবকিনীর কৃষ্ণহারা, ও দুঃখে মায় পাগলপারা ও চক্ষে না রয় ধারা,
ও গোপাল উদরে রাখলাম, ও চন্দ্রমুখ না দেখিলাম,
ও প্রাণ থাকতে থাকতে পাষাণের গায় জ্যান্ত মরা,
ও বুঝি সেই দশা আমার হলো, কেন ইমাম ছেড়ে গেল,
ইমাম শোক, আগুন রলো মায়ের বুকে পুড়া।
ওরে কোকিল রে ! ও বনের পাখী, বনে থাকিস, ও পুত্রশোক জানিস নারে,
পাগল কানাই বলে যার মরেছে কোলের ছেলে সেই সে জানে,
ও কোকিল তুই ডাকিস কেন বনে,
পুত্রশোক উঠে মনে কত সয় মায়ের প্রাণে ওরে কোকিল রে।