যাকর মাঝ হেরি মৃগ-রাজ। ভয়ে পৈঠল গিরি-কন্দর মাঝ।। শুনইতে চমকিত সবহুঁ মতঙ্গ। চরণহি সোঁপল নিজ গতি-ভঙ্গ।। আনি দেই নিজ লোচন-ভঙ্গী। বন পরবেশল সবহুঁ কুরঙ্গী।। মঙ্গল-কলস পয়োধর জোর। তঁহি নব পল্লব অধর উজোর।। চৌদিশে মধুকর মন্ত্র উচার। ঋতু-পতি যোধে ভেল আগুসার।। একলি চঢ়লি মনোরথ মাহ। দৃঢ় করি কুঞ্চক কয়ল সন্নাহ।। অব কি করব হরি করহ বিচারি। […]
keyboard_arrow_right