• মুখ দেখিতে বুক বিদরে
    মুখ দেখিতে বুক বিদরে কে তাহে পরাণ ধরে। ভাবিলে কামিনী দিবস-রজনী ঝুরিয়া ঝুরিয়া মরে।। সই কি জানি কদম্ব-তলে। দেখিয়া ও রূপ কুলে তিলাঞ্জলি যাইতে যমুনা-জলে।। বঙ্কিম নয়নে ভঙ্গিম চাহনি তিলে পাসরিতে নারি। এত দিনে সই জানিলু নিশ্চয় মজিল কুলের গোরি।। চাচর চুলে ফুলের কাছনি সাজনি মউর-পাখে। বলরাম বলে কোন কামিনী কুলের ধরম রাখে।। keyboard_arrow_right
  • যখন গোধন লৈয়া আঙ্গিনার নিকট দিয়া
    যখন গোধন লৈয়া আঙ্গিনার নিকট দিয়া যাও তুমি বেণু বাজাইয়া। বেণু ধ্বনি কৈলা তুমি অট্টালিকা পরে আমি সভে এলাম বাহির হৈয়া।। দেখিব বলে এলাম আমি ফিরিয়া না চাইলা তুমি নেচে গেলে হলধরের বামে। অদর্শন হইলা তুমি কান্দিতে কান্দিতে আমি প্রবেশিলাম ললিতার ধামে।। ললিতা চতুরা ছিল দান ছলে মিলাওল তেঞি এলাম তোমা দরশনে। বলরাম দাসে কয় […] keyboard_arrow_right
  • যত যত অবতার-সার
    যত যত অবতার-সার। ঘুষিতে রহিল আমার গোরা অবতার।। ব্রহ্মার দুর্ল্লভ কৃষ্ণ-প্রেম নাম-ধন। আচণ্ডালে দিয়া পহু ভরিল ভুবন।। ম্লেচ্ছ পাষণ্ড আদি প্রেমের বন্যায়। ডুবিয়া সকল লোক হাসে নাচে গায়।। পশু পক্ষী ব্যাঘ্র মৃগ জলচরগণে। হাসে কান্দে নাচে গায় করয়ে কীর্ত্তনে।। স্বর্গ মর্ত্ত্য পাতাল ডুবিল গোরা-প্রেমে। বঞ্চিত হইল একা দাস বলরামে।। keyboard_arrow_right
  • যমুনার তীরে কানাই শ্রীদামেরে লৈয়া
    যমুনার তীরে কানাই শ্রীদামেরে লৈয়া। মাথামাথি রণ করে শ্রমযুত হৈয়া।। প্রখর রবির তাপে শুখাইল মুখ। দেখি সব সখাগণের মনে হইল দুখ।। আর না খেলিব ভাই চল যাই ঘরে। সকালে যাইতে মা কহিয়াছে সভারে।। মলিন হইল কানাই মুখানি তোমার। দেখিয়া বিদরে হিয়া আমা সভাকার।। বেলি অবসান হৈল চল ঘরে যাই। কহে বলরাম দূর বনে গেল গাই।। keyboard_arrow_right
  • যাকর মাঝ হেরি মৃগ-রাজ
    যাকর মাঝ হেরি মৃগ-রাজ। ভয়ে পৈঠল গিরি-কন্দর মাঝ।। শুনইতে চমকিত সবহুঁ মতঙ্গ। চরণহি সোঁপল নিজ গতি-ভঙ্গ।। আনি দেই নিজ লোচন-ভঙ্গী। বন পরবেশল সবহুঁ কুরঙ্গী।। মঙ্গল-কলস পয়োধর জোর। তঁহি নব পল্লব অধর উজোর।। চৌদিশে মধুকর মন্ত্র উচার। ঋতু-পতি যোধে ভেল আগুসার।। একলি চঢ়লি মনোরথ মাহ। দৃঢ় করি কুঞ্চক কয়ল সন্নাহ।। অব কি করব হরি করহ বিচারি। […] keyboard_arrow_right
  • যারে মুই না দেখোঁ নয়ানে
    যারে মুই না দেখোঁ নয়ানে। কলঙ্ক তোলায় তার সনে।। নগরে আছয়ে কত নারী। কে না চাহে শ্যাম পানে ফিরি।। কে না পিরিতি নাহি করে। গুরুজন নাহি কার ঘরে।। মোর হৈল সব বিপরীত। জগতে করিলে বেয়াপিত।। যাহা নাহি দেখয়ে নয়নে। তাহা যেন দেখিল এখনে।। বলরাম কহে পাপ-লোকে। মিছা কথা করে পরতেকে।। keyboard_arrow_right
  • যাহার লাগিঞা হাম সব তেয়াগিল
    যাহার লাগিঞা হাম সব তেয়াগিল। সে যদি নিঠুর হঞা মথুরা রহিল।। মরিব মরিব সখি নিশ্চত্র মরিব। কাহ্ন হেন গুণনিধি কারে দিঞা যাব পুন যদি চান্দমুখ দেখিতে না পাব। বিরহ আনল জালি তনু তেয়াগিব।। কহে বলরাম দাস বিরমহ রাই। চান্দমুখ না দেখিলে মরিব সভাই।। keyboard_arrow_right
  • যো মুখ দেখিতে হিয়া বিদরয়ে
    যো মুখ দেখিতে হিয়া বিদরয়ে কে তাথে পরাণ ধরে। ভালে সে কামিনী দিবস রজনী ঝুরিয়া ঝুরিয়া মরে।। সই সে কালা কদম্বতলে। ও রূপ দেখিয়া কুলে তিলাঞ্জলি দিলুঁ যমুনার জলে।। বঞ্চিম নয়ানে ভঙ্গিম চাহনি তিলে পাসরিতে নারি। এত দিনে সখি নিচয়ে জানিলুঁ মজিল কুলের নারী।। চাঁচর চুলে সে ফুলের কাঁচনি সাজনি ময়ূর-পাখে। বলরাম বলে কোন বা […] keyboard_arrow_right
  • যোই নিকুঞ্জে আছয়ে ধনি রাই
    যোই নিকুঞ্জে আছয়ে ধনি রাই। তুরিতহিঁ নাগর মীলল যাই।। হেরইতে বিরহিণি চমকিত ভেল। শ্যামর ধরি নিজ কোর পর নেল।। পুলকিত সব তনু ঝর ঝর ঘাম। দুহুঁ বিবরণ কাঁপয়ে অবিরাম।। আনন্দ-লোরহিঁ সভ বহি যায়। বয়ন বয়ন দুহুঁ হিয়ায় হিয়ায়।। দুরে গেও যতহুঁ বিরহ-হুতাশ। কছু নাহি বুঝল বলরাম দাস।। keyboard_arrow_right
  • রজনী প্রভাতে উঠি নন্দের গৃহিণী
    রজনী প্রভাতে উঠি নন্দের গৃহিণী। দধির মন্থন করে তুলিতে নবনী।। নিদ্রাগত ছিল কৃষ্ণ শয়ন মন্দিরে। নিদ্রাভঙ্গ হইল বৈসে পালঙ্ক উপরে।। আমার হয়েছে ক্ষুধা শুন গো জননী। স্তন কিম্বা দেহ মোরে খাইতে নবনী।। মা মা বলিয়া তবে বাহিরে আইলা। কি খাব বলিয়া কৃষ্ণ কাঁদিতে লাগিলা।। দেহ দেহ ননী দেহ বলে বারম্বার। ক্ষুধায় ব্যাকুল প্রাণ হইল আমার।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ