• রাধামাধব শয়নহি বৈঠল
    রাধামাধব শয়নহি বৈঠল আলসে অবশ শরীর। তবহি বনেশ্বরি বহুত যতন করি আনল শারি শুক কীর।। হেরি দোহেঁ ভেল আনন্দ। রাইক ইঙ্গিতে বৃন্দা পঢ়াওত বহু গীত পদ্য সুছন্দ।। কানুক রুপ গুণ শুক কর বর্ণন প্রেমে প্রফুল্লিত-পাখ। শারি পড়ত যত রাই-গুণামৃত কানুক বুঝিয়া কটাখ।। ঐছন দুহুঁ জন ইঙ্গিতে দুহুঁ পুন পাঠ করত অনুপাম। সো বচনামৃত শ্রবণহি শুনব […] keyboard_arrow_right
  • রাম কানু দুই ভাই দুই দিকে দাঁড়াইল
    রাম কানু দুই ভাই দুই দিকে দাঁড়াইল। দুজনে সমান খেলু বাঁটিয়া লইল।। সুবল কানায়ের দিকে নাচিতে লাগিল। শ্রীদাম সুদাম তারা কানাইয়ের দিকে হৈল।। সভাই সমান খেলু বাঁটিয়া লইল। হারিলে চড়িব কান্ধে এই পণ করিল।। আজুকার খেলাতে ভাই যে জন হারিবে। কান্ধে করি বংশীবটে রাখিয়া আসিবে।। সাতলি ভাঙ্গিতে নারি ভেয়েরে কানাই। আপনি সাতলি ভাঙ্গি জিতল বলাই।। […] keyboard_arrow_right
  • রূপ কোটি কাম জিনি বিদগধ-শিরোমণি
    রূপ কোটি কাম জিনি বিদগধ-শিরোমণি গোলোকে বিহরে কুতূহলে। ব্রজ-রাজ-নন্দন গোপিকার প্রাণ-ধন কি লাগি লোটায় ভুমি-তলে।। keyboard_arrow_right
  • রূপ সনাতন সঙ্গে শ্রীজীব-গোসাঞি
    রূপ সনাতন সঙ্গে শ্রীজীব-গোসাঞি। কত ভক্তিগ্রন্থ কৈল লেখাজোখা নাই।। মনের বাসনা আত্মশুদ্ধির কারণ। কতিপয় গ্রন্থনাম করিব কীর্ত্তন।। গোপাল বিরুদাবলী কৃষ্ণপদ চিহ্ন। শ্রীমাধবমহোৎসব রাধাপদচিহ্ন।। শ্রীগোপাল চম্পূ আর রসামৃত শেষ। কৃপাম্বুধিস্তব সপ্ত সন্দর্ভ বিশেষ।। সূত্রমালা ধাতুসংগ্রহ কৃষ্ণার্চ্চন। সঙ্কল্পকল্পবৃক্ষ হরিনামব্যাকরণ।। নিখিল লিখিলা গ্রন্থ কত কৈব নাম। খুলিলা ভক্তির দ্বার কহে বলরাম।। keyboard_arrow_right
  • রূপে গুণে অনুপমা লক্ষ্মী-কোটি-মনোরমা
    রূপে গুণে অনুপমা লক্ষ্মী-কোটি-মনোরমা ব্রজ-বধূ অযুতে অযুত। রাস-কেলি-রস-রঙ্গে বিহরে যাহার সঙ্গে সো পহু কি লাগি অবধূত।। হরি হরি এ দুখ কহিব কার আগে। সকল নাগর-গুরু রসের কলপতরু সে বা কেন ফিরয়ে বৈরাগে।। সঙ্কর্ষণ শেষ যার অংশ কলা অবতার অনুখণ গোলোকে বিরাজে। কৃষ্ণের অগ্রজ নাম মহাপ্রভু বলরাম কেন নিতাই সংকীর্ত্তন মাঝে।। শিব-বিহি-অগোচর আগম-নিগম-পর কলি-যুগে শ্রীনিত্যানন্দ। গৌর-রসে […] keyboard_arrow_right
  • লক্ষের পসার তাহে বেশভার তোমারে করিব পার
    লক্ষের পসার তাহে বেশভার তোমারে করিব পার। ইহার মজুরি হিআর ওপরি আছয়ে মতিম হার।। শুন নরহরি নবীন কাণ্ডারী ধনি কহে বারে বার। সবে পণ তিন পসারার মূল্য মজুরি মতিম হার।। পার করিবে মঞ্জুরি পাইবে ওপারে য়েস না থুঞা। একথা কহিঞা হাসিতে হাসিতে নাএতে চাপিলা জেঞা রসেতে আকুল বাহে কেরআল কহে সুমধুর বাণী। শ্রীহরি শ্রীহরি বলয়ে […] keyboard_arrow_right
  • ললিতা বলেন শুন ভাবনা করহ কেন
    ললিতা বলেন শুন ভাবনা করহ কেন তবে সখি বৃথা নাম ধরি। কদম্বের ফুল আনি গলায় গাঁথিয়া দিল ঢাকিল কুচ-যুগ গিরি।। জয় জয় বলিয়া শিঙ্গার নিশান দিয়া ধনি দক্ষিণ চরণ বাড়াইলা। কি কব রূপের ছটা জিনিয়া বিজুরী ঘটা বলরাম দেখে সুখী হৈলা।। keyboard_arrow_right
  • লহু লহু ছোড়ি গোরি তনু বৈঠলি
    লহু লহু ছোড়ি গোরি তনু বৈঠলি জাগল নাগর-রাজে। ও সুখ লাগি জাগি পুন নাগরি শূতলি ঘুম-বিয়াজে।। হরি হরি অব সুখ-যামিনি-শেষে। রতি-রসে ভোরি জোরি তনু শূতল বিগলিত-অম্বর-কেশে।। রতনক দীপ সমীপ আনি পহু করহি চিবুক ধরি থোর। রাই চন্দ্র-মুখ-মণ্ডল হেরইতে ঢর ঢর লোচন-লোর।। বিপুল-পুলক-কুল ঝাঁপল দুহুঁ-তনু দুহুঁ হেরি থরথর কাঁপ। বলরাম ঐছন কব দুহুঁ হেরব মেটব সব […] keyboard_arrow_right
  • লীলা শুনইতে শীলা দরপই
    লীলা শুনইতে শীলা দরপই গুণ শুনি মুনি-মন ভোর। ও সুখ-সায়রে জগ-জন নিমগন শ্রবণে পরশ নহ মোর।। হরি হরি কি শেল রহল মোর চিত। না শুনিলুঁ শ্রুতি ভরি নাগর নাগরি দুহুঁজন-মধুর-চরিত।। সোই গোবর্দ্ধন সোই বৃন্দাবন সো নব-রসময় কুঞ্জে। সো যমুনা-জল কেলি কুতূহল হত-চিত তাহে নাহি রঞ্জে।। প্রিয়-সহচরিগণ সঙ্গে আলাপন খেলন বিবিধ বিলাস। হৃদয়ে না স্ফুরই বিফলে […] keyboard_arrow_right
  • শশিমুখি হেরলুঁ অপরুপ মেহ
    শশিমুখি হেরলুঁ অপরুপ মেহ। শ্যামর সুন্দর রসময়-দেহ।। শুনি তছু কাহিনি করুণ নেহারি। ঘন ঘন চমকি রহলি সিতকারি।। কি কহব মাধব তুয়া পুণ ভাগি। জানলুঁ রাই তোহে অনুরাগি।। পুন হাম কহলুঁ তড়িত তহি হেরি। পীতাম্বর জনু পহিরলি ঘেরি।। পুন ধনি ঝাঁপই পুলকিত গাত। ছল বল লোরে রহলি নত-মাথ।। সলিল-ধার জনু মোতিম-পাঁতি। শুনি ধনি দীঘ নিশসি তনু-ভাঁতি।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ