”শুনহ নাগর কানু। কে তোমা এ মাঠে দানী করিয়াছে ধরিয়া মোহন বেণু। হাসি হাসি চাহ কুল নিতে চাহ আপন বড়াই রাখ। তিলেকে ভাঙ্গিবে ঠাকুরালিপণা আপনি দাঁড়ায়ে দেখ”।। কানু বলে ”আগে যাহাই করিবে তাহা আগে তুমি কর। তবে সে তোমারে ছাড়ি দিব আমি যাহার ভরসা কর।। কংশের যোগানী বলিয়া তোমার বড় অহংকার দেখি। কোটী কোটী কংস […]
keyboard_arrow_right