• কালিয়া বরণে না ছুঁইও রাধার অঙ্গ
    ”কালিয়া বরণে না ছুঁইও রাধার অঙ্গ। কালিয়া হইব সোণার বরণ তোমার কালিয়া রঙ্গ।। লাখবান সোণা মোর নিজ দেহ কালিয়া হইয়া যাব। দূরেতে থাকহ কাছে না আসিহ শিরে দধি ঢালি দিব।।” ”কালিয়া বিরণ নাহি কোন জন কালিয়া না বল রাধে। কালিয়া সায়রে সিনান করিয়া কালিয়া হয়েছি সাধে।। কালিয়া বরণ এ তিন ভুবন এ সব কালিয়া ভাবে। […] keyboard_arrow_right
  • রাধা বলে তুমি কত চাহ দান
    রাধা বলে ”তুমি কত চাহ দান বলহ কি নিতে চাহ । যা নিবে তা দিব নাহি ভাঙ্গাইব সবারে ছাড়িয়া দিহ।।” কানু বলে ”ভাল বলিলে আমারে বুঝহ আমার কাছে। উচিত হইলে তাহা দিয়া যাবে আন কথা হয় পাছে।। অমূল্য রতন নিবত এখন বেণীর যে হয় দান। এক লাখ নিব ইহার উচিত ইহাতে না হয় আন।। সিঁথার […] keyboard_arrow_right
  • শুনহ নাগর কানু
    ”শুনহ নাগর কানু। কে তোমা এ মাঠে দানী করিয়াছে ধরিয়া মোহন বেণু। হাসি হাসি চাহ কুল নিতে চাহ আপন বড়াই রাখ। তিলেকে ভাঙ্গিবে ঠাকুরালিপণা আপনি দাঁড়ায়ে দেখ”।। কানু বলে ”আগে যাহাই করিবে তাহা আগে তুমি কর। তবে সে তোমারে ছাড়ি দিব আমি যাহার ভরসা কর।। কংশের যোগানী বলিয়া তোমার বড় অহংকার দেখি। কোটী কোটী কংস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ