• রোঝা ওঝা আন গিয়া পেয়েছে কি ভৃতা
    রোঝা ওঝা আন গিয়া পেয়েছে কি ভুতা। কাঁপি কাঁপি উঠে ঐ বৃকভানুসূতা।। কানাই কোঙর চিকণ যবে পড়ে মনে। মূরছি পড়িয়া ধনী কাঁদে ভূম খানে ।। রক্ষা অক্ষা পড়ে মন্ত্র ধরি ধনীর চুলে। কেহ বলে আনি দেহ কালার গলার ফুলে।। কালিয়া কোঙর থাকে কদম্বের ডালে। বালিকা দেখিয়া পাইয়াছে শিশু কালে।। চেতন পাইয়া ত উঠিবেক বালা। ভূত […] keyboard_arrow_right
  • শ্যামের বরণছটার কিবা ছবি
    শ্যামের বরণছটার কিবা ছবি। কোটী মদন জনু নিন্দিয়া শ্যাম তনু উদইছে যেন রবি শশী।। কিবা সে শ্যামের সুধাময় রসকূপ নয়ন জুড়ায় যাহা চেয়ে। হেন মোর মনে হয় যদি লোকভয় নয় কোলে করি যেয়ে ধেয়ে।। তরুণ মূরলী করিল পাগলী রহিতে না দিল ঘরে। সবারে বলিয়া বিদায় লইব কি করে সোদব পরে।। ধরম করম দূরে তেয়াগিল মরমে […] keyboard_arrow_right
  • সই, কি আজু দেখিল রঙ্গ
    সই, কি আজু দেখিল রঙ্গ। আজু গিয়াছিনু যমুনার কূলে দুই চারি জন সঙ্গ।। এক কালা দেহ, বসন ভূষণ চূড়াটি টলিয়া বামে। হেরম্ব অনুজ তাহে আরোপিত বেড়িয়া কুসুমদামে।। তার মাঝ দিয়া ময়ূরের পাখা হেলিছে দুলিছে বায়। যেমন রবির সুতার তরঙ্গ লহরী তেমতি প্রায়।। তাহে শশধর মলয় চন্দন তার মাঝে গোরোচনা। তাহার সৌরভ পেয়ে অলিকুল করে আসি […] keyboard_arrow_right
  • সই, কেবা শুনাইলে শ্যাম নাম
    সই, কেবা শুনাইলে শ্যাম নাম। কাণের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ।। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইব সই তারে।। নাম পরতাপে যার ঐছন করিল গো অঙ্গের পরশে কিবা হয়। যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধরম […] keyboard_arrow_right
  • সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে গো
    সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে গো তেমতি শ্যামের চিকণ দেহা। অঞ্জন গঞ্জিয়া কেবা খঞ্জন আনিল রে চাঁদ নিঙ্গাড়ি কৈল থেহা।। থেহা নিঙ্গাড়িয়া কেবা মুখানি বনাল রে জবা নিঙ্গাড়িয়া কৈল গণ্ড। বিল্বফুল যিনি কেবা ওষ্ঠ গড়ল রে ভুজ, জিনিয়া করিশুণ্ড।। কম্বু জিনিয়া কেবা কণ্ঠ বনাইল রে কোকিল জিনিয়া সুস্বর। আরদ্র মাখিয়া কেবা সারদ্র বনাইল রে […] keyboard_arrow_right
  • সোণার নাতিনী এমন যে কেনি
    সোণার নাতিনী এমন যে কেনি হইলি বাউরি পারা। সদাই রোদন বিরস বদন না বুঝি কেমন ধারা।। যমুনা যাইতে কদম্বতলাতে দেখিয়া যে কোন জনে। যুবতী জনার ধরম নাশক বসি থাকে সেই খানে।। সে জন পড়ে তোর মনে। সতীর কুলের কলঙ্ক রাখিলি চাহিয়া তাহার পানে।। একে কুলনারী কুল আছে বৈরী তাহে বড়ুয়ার বধু। কহে চণ্ডীদাসে কুল শীল […] keyboard_arrow_right
  • সোণার নাতিনী কেন আইস যাও পুনঃ পুনঃ
    সোণার নাতিনী কেন আইস যাও পুনঃ পুনঃ না বুঝি তোমার অভিপ্রায়।। সদাই কাঁদনা দেখি অঝরু ঝরয়ে আঁখি জাতি কুল সব পাছে যায়।। যমুনার জলে যাও কদমতলার পাশে চাও না জানি দেখিলা কোন জনে। শ্যামল বরণ হিরণ পিঁধন বসি থাকে যখন তখন সে জন পড়েছে বুঝি মনে।। ঘরে আসি নাহি খাও সদাই তাহারে চাও বুঝিলাম তোমার […] keyboard_arrow_right
  • স্বজনি, কি হেরিনু যমুনার কূলে
    স্বজনি, কি হেরিনু যমুনার কূলে। ব্রজকুলনন্দন হরিল আমার মন ত্রিভঙ্গ দাঁড়ায়ে তরু-মূলে।। গোকুল নগরমাঝে আর যে রমণী আছে তাহে কেন না পড়িল বাধা। নিরমল কুল খানি যতনে রেখেছি আমি বাঁশী কেন বলে রাধা রাধা।। মল্লিকা চম্পকদামে চূড়ার টালনি বামে তাহে শোভে ময়ূরের পাখে। আশে পাশে চলে ধেয়ে সুন্দর সৌরভ নিয়ে অলি উড়ি পড়ে লাখে লাখে।। […] keyboard_arrow_right
  • হাম সে অবলা হৃদয় অখলা
    হাম সে অবলা হৃদয় অখলা ভাল মন্দ নাহি জানি। বিরলে বসিয়া পটেতে লিখিয়া বিশাখা দেখালে আনি।। হরি, হরি এমন কেন বা হল। বিষম বাড়ব অনল মাঝারে আমারে ডারিয়া দিল।। বয়সে কিশোর রূপ মনোহর অতি সুমধুর রূপ। নয়নযুগল করয়ে শীতল বড়ই রসের কূপ।। নিজ পরিজন সে নহে আপন বচনে বিশ্বাস করি। চাহিতে তা পানে পশিল পরাণে […] keyboard_arrow_right
  • হেদে লো সুন্দরি প্রেমের আগরি
    বড়াই-বচন–শ্রীরাধার প্রতি হেদে লো সুন্দরি প্রেমের আগরি শুনহ নাগর-কথা। নিকুঞ্জে আসিয়া তোহারি লাগিয়া কাঁদিয়ে আকুল তথা।। রাই রাই করি ফুকারি ফুকারি পড়ই ভূমির তলে। ধরি মোর করে কহয়ে কাতরে কেমনে সে ধনী মিলে।। রাই, অতএ আইনু আমি। কানুর পিরিতি যতেক আরতি যাইলে জানিবা তুমি।। প্রেম অমিয়া বাড়াও উহারে তোহারে কে করে বাধা। চণ্ডীদাস কহে রাখি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ