গিয়া এক জনে কহে কাণে কাণে

গিয়া এক জনে কহে কাণে কাণে
বৃকভানু রাজা কাছে।
অপরূপ এক অন্তঃপুরে দেখ
অদ্ভুত কথা আছে।।
আচম্বিতে হেদে ঝরকা উপরে
কৃত্তিকা বেঠল তায়।
সঙ্গে সহচরী রাধিকা সুন্দরী
বসিলা মায়ের ঠাঁই ।।
দেখিতে লাগিলা বাজিকার ছায়া
তোমার নন্দিনী রাধা।
আচম্বিতে কেন মুরছা খাইয়া
সে তনু হয়েছে আধা।।
তুরিত গমন করহ রাজন
বিলম্বে নাহিক কাজ।
এ কথা শুনিয়া বৃকভানু মাথে
পড়িলা আকাশ বাজ।।
যেমত আছিল সভাতে বসিয়া
তেমত উঠিয়া গেলা।
বিয়োগ অন্তরে গেলা অন্তঃপুরে
দেখিতে আপন বালা।।
কি হৈল কি হৈল বলি বৃকভানু
আচম্বিতে কিবা শুনি।
আন কোন জন দেখাহ এমন
কো কহে কেমন বাণী।।
কেন দেবঘাত দেবের নির্ম্মিত
কেন বা দেবের রায়।
আনহ চেতনী কোন বা গোপিনী
দেখহ তুরিত তায়।।
চণ্ডীদাস কহে শুন মহারাজা
আনহ চেতনী কেহ।
নাটিকা ধরিয়া দেখহ বুঝিয়া
নিবিষ্ট করিয়া দেহ।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ